পুলিশের সঙ্গে 'গোলাগুলি' অভিযুক্ত চিকিৎসক নিহত
প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধুপ্রদেশে ধর্ম অবমাননায় অভিযুক্ত এক চিকিৎসক পুলিশের সঙ্গে 'গোলাগুলিতে' নিহত হয়েছেন। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত শাহনেওয়াজ কানভার সিন্ধুপ্রদেশের উমরকোট জেলার চিকিৎসক।
তার বিরুদ্ধে ইসলাম ধর্মের নবী হজরত মুহম্মদ (সা.)-কে অবমাননা করা এবং সামাজিক মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক তথ্য শেয়ার করার অভিযোগ ছিল। হত্যার দুই দিন আগে থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
সিন্ধু প্রদেশে এক সপ্তাহের মধ্যে
এ নিয়ে দুটি একই ধরনের হত্যাকান্ডের
ঘটনা ঘটল।
পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্তব্যরত দুই পুলিশ সিন্ধুর মিরপুর খাসে শহরে মোটর সাইকেল আরোহী দুই ব্যক্তিকে থামতে বলে। কিন্তু আরোহী দুই ব্যক্তি না থেমে গুলি চালায় এবং পালানোর চেষ্টা করলে পুলিশ পাল্টা গুলি চালায়। সন্দেহভাজনদের মধ্যে একজন মোটর সাইকেল নিয়ে পালিয়ে যান, অপরজন নিহত হন।
স্থানীয় পুলিশ প্রধানের দাবি, গোলাগুলির পরই পুলিশ সদস্যরা জানতে পারেন, নিহত ব্যক্তি হলেন সেই চিকিৎসক, যাকে পুলিশ ধর্ম অবমাননার
দায়ে খুঁজছিল।
তবে কানভারের এক আত্মীয় দাবি করেছেন, চিকিৎসকে মিথ্যা অভিযোগে এনকাউন্টারে হত্যা করা হয়েছে।
যদিও স্থানীয় পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
এক সপ্তাহ আগে সিন্ধুর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এক শহরে পুলিশ কর্মকর্তা এলোপাতাড়ি গুলি চালিয়ে আরেক সন্দেহভাজনকে হত্যা করেন।
সাম্প্রতিক বছরগুলোয় পাকিস্তানে ধর্ম অবমাননাকারীদের ওপর হামলা বেড়েছে। গত জুনে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন অবমাননার অভিযোগে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মাদিয়ানের একটি পুলিশ স্টেশনে ঢুকে এক পর্যটককে ছিনিয়ে নিয়ে হত্যা করে 'বিক্ষুব্ধরা'। তথ্যসূত্র : বিবিসি