ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইসলামকে (পিটিআই) গণতান্ত্রিক অধিকার চর্চা করতে দেওয়ার নির্দেশ দিয়েছেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। মরিয়ম নওয়াজের নেতৃত্বাধীন পাঞ্জাব সরকারকে এ নির্দেশ
দিয়েছেন তিনি।
বিলাওয়াল ভুট্টো বলেন, সমাবেশ করা অথবা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা পিটিআইর গণতান্ত্রিক অধিকার। গণতান্ত্রিকভাবে সমাবেশ নিশ্চিত করা প্রাদেশিক সরকারের দায়িত্ব বলেও জানান তিনি।
এদিকে, শনিবার (২১ সেপ্টেম্বর) পিটিআই লাহোরে সমাবেশের অনুমতি পেলেও বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু করেছে দেশটির সরকার।
লাহোর পুলিশ ইমরান খানের দলের ২০ জনের বেশি কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে। জেলা প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি ছাড়াই 'কর্নার মিটিং' করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দিনভর নাটকীয়তা শেষে লাহোর হাইকোর্টের হস্তক্ষেপে শনিবার সমাবেশের অনুমতি পায় দলটি। তবে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তানে নয়, কাহনার লিংক রোডে সমাবেশের অনুমতি দেওয়া
হয় দলটিকে।
এর আগে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাংবাদিকের ইমরান খান বলেছেন, যে কোনো পরিস্থিতিতে জাতি সামাবেশে যোগ দিতে বেরিয়ে আসবে। তিনি বলেন, 'আমি ১৫ মাসের বেশি সময় ধরে কারাগারে আছি, আরও থাকতে প্রস্তুত আছি। তাই কারাগারের জন্য মানুষের ভয় পাওয়া উচিত নয়।' গত ২৮ বছর ধরে দলকে সংবিধান অনুসরণ করতে বলছেন বলেও উলেস্নখ করেন এই সাবেক ক্রিকেট তারকা। তথ্যসূত্র : জিও নিউজ