শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
ইসরাইলি আগ্রাসন

গাজায় বিরামহীন হত্যাযজ্ঞ চলছেই

তিন মরদেহ লাথি দিয়ে ছাদ থেকে ফেলল ইসরাইলি সেনারা
যাযাদি ডেস্ক
  ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গাজায় শিশুদের কান্নায়ও গণহত্যা থামছে না

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী বিরামহীন হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেই। গত ৭২ ঘণ্টায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। গাজাজুড়ে গত তিন দিনে আরও ২০৯ ফিলিস্তিনি আহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় বলেছে, গাজা সিটির একটি স্কুলে ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই স্কুলে আশ্রয় নিয়েছিলেন বাস্তুহারা লোকজন। কিন্তু সেখানেও হামলা চালায় দখলদাররা। তথ্যসূত্র : আল-জাজিরা, গার্ডিয়ান

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরাইল। সেই সময় থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। প্রতিদিনই হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। ইসরাইলের আগ্রাসন থেকে রক্ষা পাচ্ছে না নারী বা শিশুরাও। প্রায় ১১ মাস ধরে চলা এই সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৪১ হাজার ৩৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ৯৫ হাজার ৭৬০ জন।

তিন মরদেহ লাথি দিয়ে ছাদ থেকে

ফেলল ইসরাইলি সেনারা

এদিকে, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের অভিযানের সময় তিন ফিলিস্তিনির মরদেহ ছাদ থেকে ফেলে দেওয়ার একটি ভিডিও প্রকাশ পেয়েছে। গত বৃহস্পতিবার কাবাতিয়ায় এই ঘটনা ঘটে। চলমান ইসরাইল-হামাস যুদ্ধের মধ্যে ইসরাইলি বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের এটি একটি উদাহরণ বলে মনে করছে মানবাধিকার সংস্থাগুলো।

'আল-অ্যারাবিয়া' টেলিভিশনের প্রতিবেদক আমিদ শেহাদেহ 'সিএনএন'কে জানান, সেনাবাহিনী প্রথমে একটি বুলডোজার দিয়ে মরদেহগুলো নামানোর চেষ্টা করে। কিন্তু তা ব্যর্থ হয়। পরে সেনারা ছাদে উঠে মরদেহগুলো লাথি দিয়ে ছাদ থেকে ফেলে দেয়।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) একজন সাংবাদিক এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। কিন্তু, তিনি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে পারেননি। বৃহস্পতিবারের অভিযানে ইসরাইলি সেনারা সাতজন 'জঙ্গি'কে হত্যা করেছে বলে জানায় ইসরাইল। এদের মধ্যে চারজন বন্দুকযুদ্ধে এবং তিনজন বিমান হামলায় নিহত হন। তবে কোনো গোষ্ঠী নিহতদের নিজেদের যোদ্ধা হিসেবে দাবি করেনি।

এপি'র প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, তিনজন ইসরাইলি সেনা একটি নিথর দেহকে ছাদের কিনারায় নিয়ে যাচ্ছে এবং সেটি নিচে ফেলে দেওয়া হয়। অন্যান্য ছবি ও ভিডিওতে দেখা গেছে, সেনারা একে একে অন্য মরদেহগুলোও ছাদ থেকে ফেলে দেয়।

আন্তর্জাতিক আইন অনুসারে, মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি সেনাদের দায়িত্ব। তবে এ ঘটনায় তা লঙ্ঘিত হয়েছে বলে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে। ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা 'আল-হাক'র পরিচালক শাওয়ান জাবারিন এই ভিডিওটি দেখে বলেছেন, এটি নিছকই বর্বরতা। এই কাজের জন্য সেনাবাহিনীর কোনো প্রয়োজন ছিল না।

এ ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া এসেছে। আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেছেন, ভিডিওটি খুবই উদ্বেগজনক। যদি এটি সত্যি বলে প্রমাণিত হয়, তবে এটি অত্যন্ত নিন্দনীয় এবং পেশাদার সেনাদের জন্য শোভন নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে