শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

শিক্ষার্থীদের প্রবেশ আরও কঠিন করছে কানাডা

যাযাদি ডেস্ক
  ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শিক্ষার্থীদের প্রবেশ আরও কঠিন করছে কানাডা

বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের প্রবেশ সীমিত করার যে পদক্ষেপ নিয়েছে কানাডা, তা আগামী বছর আরও কঠোর করা হবে। বুধবার এক বিবৃতিতে দেশটির অভিবাসন

বিষয়ক মন্ত্রী মার্ক মিলার এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২৫ সালে সর্বোচ্চ চার লাখ ৩৭ হাজার বিদেশি শিক্ষার্থী ও কর্মীকে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হবে উলেস্নখ করে বিবৃতিতে মন্ত্রী বলেন, 'বাস্তবতা হলো, যারা কানাডায় আসতে চান, তারা এখন থেকে আর চাইলেই এ দেশে প্রবেশ করতে পারবেন না। আর যারা এরই মধ্যে প্রবেশ করেছেন, তারা

চাইলেই স্থায়ীভাবে বসবাসের

সুযোগ পাবেন না।'

প্রসঙ্গত, ভৌগোলিক আয়তনের বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা বরাবরই 'অভিবাসীদের স্বর্গ' বলে পরিচিত। উন্নত জীবনযাত্রা, কর্মসংস্থানের অবারিত সুযোগ এবং আয়তনের তুলনায় জনসংখ্যার স্বল্পতাই এর প্রধান কারণ। বিগত বছরগুলোতে দেশটির সরকার

সব সময় অভিবাসীদের

স্বাগত জানিয়েছে।

তবে করোনা মহামারির ধাক্কা কেটে যাওয়ার পর বদলে যায় পরিস্থিতি। এশিয়া ও আফ্রিকার দেশগুলো থেকে জোয়ারের মতো আসতে থাকে অভিবাসন প্রত্যাশীরা এবং তাদের আশ্রয় দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে থাকে কানাডার সরকার। দেশটির আবাসন ও নাগরিক পরিষেবা ব্যবস্থায় সৃষ্ট হয় অসহনীয় চাপ। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে