খাদ্য সংকটে রেশনের রুটি ছোট করল কিউবা

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
কিউবার কমিউনিস্ট-শাসিত সরকার রেশনের রুটির আকার এক-চতুর্থাংশ ছোট করেছে। গত সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। কিউবায় রেশন-ব্যবস্থা চালু করেন ফিদেল কাস্ত্রো। সাম্প্রতিক খাদ্য ঘাটতি কয়েক দশকের পুরনো এ ভর্তুকি প্রকল্পকে আরও চাপের মুখে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। কিউবার রেশন-ব্যবস্থায় মুষ্টিমেয় ভর্তুকি পণ্যের মধ্যে রুটি অন্যতম। এটির ওজন ৮০ গ্রাম থেকে কমিয়ে ৬০ গ্রাম করা হবে। দামও কমিয়ে এক পেসোর (কিউবার মুদ্রা) নিচে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিউবার যেসব নাগরিক মাসে ৪ হাজার ৬৪৮ পেসো বা প্রায় ১৫ ডলার উপার্জন করেন তাদের মধ্যে খুব কমই বেসরকারি বাজার থেকে অপেক্ষাকৃত দামি রুটি কেনার সামর্থ্য রাখেন। তাই বিকল্প উৎসের ওপর নির্ভর করতে হয় তাদের। হাভানার বাসিন্দা ডলোরেস ফার্নান্দেজ রয়টার্সকে বলেন, 'আমাদের এটি মেনে নেওয়া ছাড়া আর কী করার আছে?' কিউবা গত সপ্তাহে জানায়, দেশটি রুটি উৎপাদনের জন্য আটার সংকটে পড়েছে। এ পরিস্থিতির জন্য সরকার মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞাকে দায়ী করছে। নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক পর্যায়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিপাকে পড়তে হচ্ছে কিউবাকে।