ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে ১১ হাজারের বেশি শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী। মঙ্গলবার ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তথ্যসূত্র : আল-জাজিরা, এএফপি
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর ইসরাইলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে ১১ হাজার একজন শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১৭ হাজার ৭৭২ জন। মন্ত্রণালয়ের সাম্প্রতিক অনুমান অনুসারে, গাজা উপত্যকায় ১০ হাজার ৮৮৮ জন ছাত্র নিহত এবং ১৭ হাজার ২২৪ জন আহত হয়। একই সময় পশ্চিম তীরে ১১৩ জন ছাত্র নিহত এবং ৫৪৮ জন আহত হয়। এছাড়া ইসরাইলি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে ৪২৯ জন শিক্ষার্থী।
গাজায় 'দীর্ঘ যুদ্ধের' জন্য প্রস্তুত হামাস
এদিকে, হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার সোমবার বলেছেন, গাজায় 'দীর্ঘ যুদ্ধের' জন্যে প্রস্তুত তার সংগঠন। যদিও ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ত গত সপ্তাহে বলেছিলেন, গাজায় সামরিক সংগঠন হিসেবে হামাসের 'আর অস্তিত্ব নেই'।
সিনওয়ার বলেছেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রম্নপ হামাসের ইসরাইলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। তারা ইরান-সমর্থিত আঞ্চলিক মিত্রদের সমর্থনে গাজায় প্রায় এক বছর ধরে যুদ্ধ করে আসছে।
হামাসপ্রধান ইয়েমেনি মিত্রদের কাছে লেখা এক চিঠিতে বলেছেন, 'আমরা নিজেদের দীর্ঘস্থায়ী এক যুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি।' তিনি গত মাসে নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ যুদ্ধ চলছে। সেখানকার চিকিৎসক ও উদ্ধারকর্মীরা সোমবার জানিয়েছেন, গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে দুই ডজন লোক নিহত হয়েছেন।