শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ভারত দিলিস্নর প্রথম নারী মুখ্যমন্ত্রী অতিশী

যাযাদি ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
অতিশী মারলেনা

ভারতের রাজধানী দিলিস্নর পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা। মঙ্গলবার আম আদমি পার্টির (আপ) আইনপ্রণেতাদের এক বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম ঘোষণা করেন দলটির নেতা অরবিন্দ কেজরিওয়াল। আম আদমি পার্টির আইনপ্রণেতাদের বৈঠকে তাকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত হয়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশীই দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এদিন বিকালে দিলিস্নর উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র তুলে দেন কেজরিওয়াল। তার পদত্যাগের আগেই দিলিস্নর নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। এতদিন দিলিস্নর শিক্ষামন্ত্রী ছিলেন অতিশী। পাশাপাশি গণপূর্ত ও রাজস্ব দপ্তরেও দায়িত্বে ছিলেন তিনি। এর আগে গত রোববার অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করবেন। দলীয় সভায় আম আদমি পার্টির কর্মীদের তিনি বলেন, 'দুই দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চলেছি। মানুষ রায় না দেওয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না। আইনি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি, এখন জনতার আদালত থেকে ন্যায়বিচার পেতে চাই।' গ্রেপ্তার হওয়ার পর তিনি পদত্যাগ করেননি। তিনি দাবি করেছিলেন, গণতন্ত্র বাঁচাতে চেয়েছিলেন বলে গ্রেপ্তার হওয়ার পরও পদত্যাগ করেননি। ছয় মাস কারাবন্দি থাকার পর গত শুক্রবার জামিন পান দিলিস্নর মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে। আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়াল। সেই মামলায় আগেই জামিন পেয়েছিলেন। তবে মামলায় নিম্ন আদালতে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই সিবিআইর হাতে গ্রেপ্তার হন কেজরিওয়াল। এর পরিপ্রেক্ষিতে জামিন চেয়ে আবেদন জানিয়েছিলেন আম আদমি পার্টির এই নেতা। অবশেষে গত শুক্রবার জামিন পান আম আদমি পার্টির এই নেতা। তথ্যসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে