শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
ঘটনাস্থল ফ্লোরিডা

ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা

ট্রাম্পকে হত্যাচেষ্টার আটক সন্দেহভাজন ১২ ঘণ্টা ওঁতপেতে ছিলেন কমলাকে কমরেড বললেন ট্রাম্প, বারবার আক্রমণের চেষ্টা করা হলেও তাকে দমিয়ে রাখা যাবে না
যাযাদি ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সন্দেহভাজন রায়ান ওয়েসলি রুথ

আবারও হত্যাচেষ্টার শিকার হয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ এলাকায় নিজের গল্ফ মাঠের কাছে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) ট্রাম্প যেখানে খেলছিলেন, তার কাছাকাছি এলাকায় গুলির ঘটনা ঘটে। তবে তিনি নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে তার প্রচার শিবির। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যসূত্র : রয়টার্স, বিবিসি ঘটনার সময় ট্রাম্প মাঠেই ছিলেন। ওই মাঠের কাছেই গোলাগুলির ঘটনা ঘটে। এই মাঠটি মার-এ-লাগো এলাকায় তার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। এ সময় ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। পরে সিক্রেট সার্ভিস এজেন্টরা গল্ফ কোর্সের প্রোপার্টির লাইন থেকে কয়েকশ' গজ দূরে ঝোপের মধ্যে একজন বন্দুকধারীকে শনাক্ত করে এবং তার দিকে গুলি ছোড়েন বলে জানিয়েছেন আইন প্রয়োগকারী কর্মকর্তারা। সন্দেহভাজন ওই ব্যক্তি ঘটনাস্থলে একটি একে-৪৭ ধাঁচের অ্যাসল্ট রাইফেল ও দুটি ব্যাকপ্যাক রেখে একটি গাড়িতে করে পালিয়ে যান। অবশ্য পুলিশ সেই গাড়ির নম্বর দেখে ৪০ মাইল দূরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়েস্ট পাম বিচে গুলির এ ঘটনার তদন্ত করা হচ্ছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে, সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার নাম রায়ান ওয়েসলি রুথ। বয়স ৫৮। রায়ান রুথের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এই হামলার প্রচেষ্টা এমন সময় ঘটল, যখন ট্রাম্প দুই মাস আগেই পেনসিলভানিয়ার একটি নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হয়ে ডান কানে সামান্য আঘাত পেয়েছিলেন। এই দুই হামলার ঘটনা নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থীদের নিরাপত্তার চ্যালেঞ্জগুলোকে নতুন করে সামনে নিয়ে এলো। সন্দেহভাজন কীভাবে জানত যে, ট্রাম্প সেই সময় গল্ফ খেলছিলেন তা স্পষ্ট নয়, তবে এটি ট্রাম্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ট্রাম্পকে হত্যাচেষ্টার সন্দেহভাজন ১২ ঘণ্টা ওঁতপেতে ছিলেন ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে গিয়ে গ্রেপ্তার সন্দেহভাজন বন্দুকধারী রায়ান রুথ ফ্লোরিডার গল্ফ মাঠের পাশের ঝোঁপ-ঝাড়ে বন্দুক হাতে প্রায় ১২ ঘণ্টা ওঁতপেতে ছিলেন। রুথের ফোন রেকর্ডে দেখা যায়, ঘটনার প্রায় সাড়ে ১১ ঘণ্টা আগে রোববার ভোরেও ফোনটি গল্ফ মাঠে ছিল। সোমবার বিকালে মার্কিন সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক রোনাল্ড রো সাংবাদিকদের বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি গল্ফ মাঠের সীমানা বরাবর একটি বেড়ার জনসাধারণের জন্য উন্মুক্ত অংশে অবস্থান করছিলেন। সোমবার সন্দেহভাজন রায়ান রুথকে ওয়েস্ট পাম বিচের ফেডারেল আদালতে হাজির করা হয়। তাকে দুটি অস্ত্র-সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আগ্নেয়াস্ত্র রাখা এবং মুছে ফেলা সিরিয়াল নম্বরসহ অস্ত্র রাখার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে। ২০০২ সালে উত্তর ক্যারোলিনায় একটি নিবন্ধনবিহীন সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র রাখার দোষ স্বীকার করেন রুথ। ওই অস্ত্র রাজ্য আইনে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে সংজ্ঞায়িত। তবে ওইসময় তাকে কারাগারে পাঠানোর পরিবর্তে নির্দিষ্ট শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়। এ ছাড়া ২০১০ সালে চুরি করা মালামাল রাখার অপরাধেও দোষী সাব্যস্ত হন তিনি। তবে গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে রুথ তার পক্ষে আইনজীবী রাখার দাবি করেন। অবশ্য তিনি ট্রাম্পকে সরাসরি গুলি করেননি বা কোনো গুলি চালাননি। সিক্রেট সার্ভিসের কর্মীরা একটি রাইফেলের ব্যারেল ঝোপ থেকে বের হতে দেখে গুলি চালায়। ওইসময় সন্দেহভাজন একটি স্পোর্টস ইউটিলিটি গাড়িতে করে পালিয়ে যান। তার গাড়ির নম্বর পেস্নট একটি চুরি করা গাড়ির বলে জানা যায়। এরপর থেকেই ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যে, কীভাবে একজন সশস্ত্র ব্যক্তি তার এত কাছাকাছি যেতে পারল। বিশেষ করে জুলাইয়ে পেনসিলভানিয়ার একটি সমাবেশে হামলার শিকার হওয়ার পর তার নিরাপত্তা আরও বাড়ানো দরকার ছিল। ঘটনার পর ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্রেটদের উসকানিমূলক বক্তব্যের কারণে এই ঘটনা ঘটেছে। যদিও কর্তৃপক্ষ এখনো কোনো উদ্দেশ্য সম্পর্কে কোনো প্রমাণ দেয়নি, ট্রাম্প দাবি করেন যে, এটি বাইডেন ও কমলা হ্যারিসের কারণে হয়েছে। কারণ বাইডেনসহ ডেমোক্রেটরা বারবার ট্রাম্পকে গণতন্ত্রের জন্য বিপদ বলে অভিহিত করেছেন। বাইডেন ও কমলা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। ট্রাম্পের সঙ্গে ফোনে কথাও বলেছেন বাইডেন। তার এই ফোন কলকে 'খুব ভালো কল' হিসেবেও উলেস্নখ করেছেন ট্রাম্প। হামলার চেষ্টার খবরে বিশেষভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী তথা আমেরিকার বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-ও। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী সমাজিক মাধ্যমে লিখেছেন- 'আমি খুশি যে, ট্রাম্প সুস্থ এবং সুরক্ষিত রয়েছেন'। কমলাকে কমরেড বললেন ট্রাম্প এদিকে, ডোনাল্ড ট্রাম্প তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে তীব্র আক্রমণ করেছেন। দ্বিতীয়বারের মতো হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর ট্রাম্প বলেছেন, ট্রাম্প হ্যারিসকে কমরেড অভিহিত করে অভিযোগ করেছেন, কমলা কমিউনিস্ট বামপন্থি ভাষ্য প্রচার করছেন। তার মতে, আমেরিকার রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছেন কমলা। ট্রাম্প জানান, এভাবে বারবার তার ওপর আক্রমণের চেষ্টা করা হলেও তাকে দমিয়ে রাখা যাবে না। দ্বিতীয়বারের মতো হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর তিনি বলেন, 'গুলির ঝড়', পরিস্থিতি আরও খারাপ হবে। তিনি বলেন, 'অজানা স্থান থেকে লাখ লাখ মানুষকে আমাদের দেশে অনুপ্রবেশ করতে দেওয়া একটি অপরাধ। আমাদের সীমান্ত বন্ধ করতে হবে এবং সন্ত্রাসী, অপরাধী ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের অনতিবিলম্বে আমেরিকার শহর ও গ্রাম থেকে সরিয়ে দিতে হবে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে