শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
ভেনেজুয়েলা

মাদুরোকে হত্যার ষড়যন্ত্র তিন বিদেশি গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
.

ভেনেজুয়েলাকে 'অস্থিতিশীল করার ষড়যন্ত্রের' অভিযোগে তিন মার্কিনি, দুই স্প্যানিয়ার্ড ও চেক প্রজাতন্ত্রের এক নাগরিককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে দেশটির সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডিয়োসদাদু কাবেলো বলেছেন, শত শত অস্ত্রও জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র এঁটেছিলেন। বিতর্কিত নির্বাচনে মাদুরোর জয়লাভের পর তার ঘনিষ্ঠ ১৬ কর্মকর্তার ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞার দুই দিন বাদে এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। ভেনেজুয়েলা সরকার বলছে, গ্রেপ্তার স্প্যানিয়ার্ডদের সঙ্গে মাদ্রিদের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টারের (সিএনআই) যোগসূত্র মিলেছে। যদিও স্পেন সরকারের কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ওই দুইজন গোয়েন্দা সংস্থার কেউ নন। কাবেলো শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, 'এর (ষড়যন্ত্রে) নেতৃত্বে আছে সিআইএ, এটা আমাদের অবাক করেনি। কিন্তু এই এলাকায় স্পেনের ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টারের তৎপরতা সাধারণত সামনে আসে না।' তিনি বলেন, 'প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, আমি এবং আমাদের দল ও বিপস্নবের নেতৃত্বদানকারী কমরেডদের হত্যার উদ্দেশ্যে একদল ভাড়াটে সেনা খোঁজার কথাও গ্রেপ্তার দুইজন (স্প্যানিয়ার্ড) আমাদের বলেছেন।' তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে