রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
ভারত

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই সেনা নিহত

যাযাদি ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে দুই সেনা নিহত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর সফরে যান। আর তার আগেই শুক্রবার জম্মু এবং কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে দুই সেনা সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও দুই সেনাসদস্য।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশকে সঙ্গে নিয়ে জম্মুর কিশস্তার জেলায় সেনাবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। এতে বন্দুকধারীরা হামলা চালালে চার সেনাসদস্য গুলিবিদ্ধ হয়।

অন্যদিকে, এদিন রাতেই বারামুলা জেলাতে পৃথক তলস্নাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এই অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

জম্মু ও কাশ্মীরে রক্তপাতের ঘটনা এমন এক সময় ঘটল, যখন আগামী ১৮ সেপ্টেম্বর এই অঞ্চলে বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে।

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। ১০ বছর পর আবার সেখানে ভোট হতে যাচ্ছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ভোটগ্রহণ পর্ব শুরু। কাশ্মীরের ৯০টি আসনে তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বরের পর ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ভোট রয়েছে। নির্বাচনের ফল জানা যাবে আগামী ৮ অক্টোবর।

বিধানসভা নির্বাচন উপলক্ষে জম্মু ও কাশ্মীরে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ছিল।

স্বাধীনতা কিংবা পাকিস্তানের সঙ্গে একীভূত হয়ে যাওয়ার দাবিতে গত কয়েক দশক ধরে ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে আসছে কাশ্মীরের স্বাধীনতাকামী যোদ্ধারা। প্রায় ৩৫ বছর ধরে বিচ্ছিন্নতাবাদীদের এই লড়াইয়ে হাজার হাজার বেসামরিক নাগরিক, সেনা ও যোদ্ধা নিহত হয়েছে। ১৯৮৯ সাল থেকে শুরু হওয়া বিচ্ছিন্নতাবাদীদের এই বিদ্রোহ দমনে বর্তমানে কাশ্মীরে প্রায় পাঁচ লাখ সেনা মোতায়েন রেখেছে ভারত। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে