ইসরাইল ও ফিলিস্তিন দুটি রাষ্ট্র গঠনের মাধ্যমে সংঘাত চিরতরে বন্ধের লক্ষ্যে বৈঠকে বসেছিলেন মুসলিম বিশ্ব ও ইউরোপীয় দেশগুলোর নেতারা। শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে এই বৈঠকের আয়োজন করেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। আর বৈঠকটি অনুষ্ঠিত হয় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারি বাসভবনে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধানও উপস্থিত ছিলেন। তথ্যসূত্র : এএফপি
বৈঠকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা এবং মিসর, জর্ডান, কাতার, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি আরব লিগ ও ওআইসির প্রধান উপস্থিত ছিলেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান জোসেপ বোরেল। এ ছাড়া স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্স্নোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরাও উপস্থিত ছিলেন।
কীভাবে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বন্ধ করা যায় এবং দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি কীভাবে এগিয়ে নেওয়া যায়, বৈঠকে সে বিষয়ে আলোচনা করেছেন আরব বিশ্ব ও ইউরোপীয় দেশগুলোর নেতারা।
পরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ 'এক্সে' এক পোস্টে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে।