উত্তর ইসরাইলের একটি প্রধান বিমানঘাঁটিতে রকেট হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুলস্নাহ। ওই ঘাঁটি সাফাদ শহরের কাছে অবস্থিত।
হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের সেনাবাহিনীও। বলা হয়েছে, সাফাদ শহরের দিকে ২০টি রকেট ছোড়া হয়েছে, যার অধিকাংশই আকাশে ধ্বংস করা হয়েছে। কিছু খোলা
জায়গায় পড়েছে।
ইসরাইলি বাহিনী জানিয়েছে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিরিয়া এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরাইল ও হিজবুলস্নাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হিজবুলস্নাহর দাবি, ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে তারা ইসরাইলে
হামলা চালাচ্ছে।
গত ৭ অক্টোবরের পর ইসরাইলের হামলায় অন্তত ৪১ হাজার ১১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ১২৫ জন।
এদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গাজা যুদ্ধ শুরুর পর তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে চাইলেও নেতানিয়াহু তার ফোন ধরেননি। তথ্যসূত্র : আল-জাজিরা