পাকিস্তানে পোলিও টিকা কর্মীসহ নিহত ৬

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক তিনটি হামলার ঘটনায় পোলিও টিকা কর্মসূচির এক কর্মী, নিরাপত্তা বাহিনীর তিন সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। বুধবার প্রদেশটির বাজাউর ও দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় এসব হামলার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুইজন শ্রমিক রয়েছেন। বাজাউরের সালারজাই তেহশিলে পোলিও টিকা কর্মসূচির এক দলের ওপর অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে দলটির এক কর্মী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হন। একই জেলার মামুন্দ তেহশিলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা প্রাণ হারান। আর নিম্ন দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আড্ডা এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর এক সেনা ও দুই শ্রমিক নিহত হন। পোলিও টিকা কর্মসূচির দলটি দুপুরের দিকে সালারজাই তেহশিলের পর্বতময় মালা সাইদ বান্দা এলাকায় কার্যক্রম চালানোর সময় তাদের ওপর হামলা হয়। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, দলটি হেঁটে হেঁটে শিশুদের টিকা দেওয়ার কাজ করছিল, তখন বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে দলটির পাহারায় থাকা এক পুলিশ কনস্টেবল ও এক পোলিও টিকা কর্মী নিহত হন। কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে ওই অঞ্চলে পোলিও টিকা কর্মসূচির দলগুলোর ওপর হওয়া হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠীগুলো। তথ্যসূত্র : ডন