রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

রুশ হামলায় বিদু্যৎ বিচ্ছিন্ন ইউক্রেনীয় শহর আহত ১৪ কর্মী

যাযাদি ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রুশ হামলায় বিদু্যৎ বিচ্ছিন্ন ইউক্রেনীয় শহর আহত ১৪ কর্মী

ইউক্রেনের একটি বিদু্যৎকেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলায় ১৪ কর্মী আহত হয়েছেন। বুধবার রাতে উত্তরাঞ্চলীয় কনোটোপ শহরের বিদু্যৎকেন্দ্রটিতে ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে উলেস্নখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। বিদু্যৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরটি। তথ্যসূত্র : রয়টার্স

শহরে বিদু্যৎ পুনরুদ্ধারে কাজ করছে উদ্ধারকারীরা। যুদ্ধ শুরুর আগে কনোটোপে প্রায় ৮৩ হাজার মানুষ বসবাস করতো। আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন, হামলার সময় ১০টি বিস্ফোরণ হয়েছে।

শহরটির মেয়ল আর্টেম সেমেনিখিন বলেছেন, হামলায় বিদু্যৎব্যবস্থা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার ভোরে তিনি জানান, 'এই মুহূর্তে হাসপাতাল ও পানি সরবরাহ ব্যবস্থায় বিদু্যৎ সরবরাহের যথাসাধ্য চেষ্টা করছেন বিদু্যৎকর্মীরা।' এ সময় তিনি আরও বলেন, হাসপাতালগুলোর নিয়মিত কার্যক্রম চলছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সুমি অঞ্চলে কনোটোপ শহরকে রাশিয়া বিশেষভাবে লক্ষ্যবস্তু করেছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বিস্তৃত রুশ হামলার অংশ হিসেবে কনোটপ শহরের হামলা চালানো হয়। এ সময় শহরটিতে ৬৪টি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। ৯টি ভিন্ন অঞ্চলে সেগুলোর ৪৪টিই গুলি করে ভূপাতিত করেছে তারা। যুদ্ধ শুরুর পর সেখানে নিয়মিত হামলা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে