কেমোথেরাপি নেওয়ার মাধ্যমে ক্যানসারমুক্ত হয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। সোমবার (৯ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন কেট নিজে। সুস্থ হওয়ায় আগামী কয়েক মাসের মধ্যে নির্দিষ্ট কিছু অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।
প্রিন্সেস অব ওয়েলস বলেছেন, ''গত ৯ মাস আমার এবং পরিবারের জন্য 'ভয়ংকর' এবং 'খুবই কঠিন' সময় ছিল। প্রতিরোধমূলক কেমোথেরাপির মাধ্যমে ক্যানসার মুক্ত হওয়ায় এখন আমরা নির্ভার।"
যুক্তরাজ্যের ভবিষ্যৎ রানী জানিয়েছেন, এখন কীভাবে বাকি জীবন ক্যানসারমুক্ত থাকা যায়, সেটির ওপর নজর রাখবেন। আর ক্যানসার থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার পথটি দীর্ঘ ও কঠিন হবে বলেও উলেস্নখ করেছেন তিনি।
চলতি বছরের ২৩ মার্চ কেট মিডলটন জানান- তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ওই সময় তিনি বলেন, 'এটি একটি বিশাল ধাক্কা হিসেবে এসেছে এবং যা যা করা দরকার উইলিয়াম তা করছে এবং পরিস্থিতিকে যেভাবে মোকাবিলা করা দরকার আমাদের এই কম বয়সি পরিবারের জন্য, তাই করছি।'
তথ্যসূত্র : গার্ডিয়ান