প্রতিষ্ঠাবার্ষিকী উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করবে রাশিয়া

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
কিম জং-উন ভস্নাদিমির পুতিন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে অনন্য উচ্চতায় রয়েছে। উভয় দেশ এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। এটি কোরীয় উপদ্বীপ ও উত্তর-পূর্ব এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপের অংশ বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন। উত্তর কোরিয়ার ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (৮ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে অভিনন্দন বার্তা পাঠান পুতিন। এতে তিনি বলেন, 'আমাদের দুই দেশের সম্পর্কের ভিত্তি হলো বন্ধুত্ব ও সুপ্রতিবেশীসুলভ আচরণের চমৎকার ঐতিহ্য। পিয়ংইয়ংয়ে আমাদের সাম্প্রতিক গঠনমূলক আলোচনা এটি পুরোপুরি প্রমাণ করেছে।' পুতিন আরও বলেন, 'আমি নিশ্চিত যে, যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সর্বাত্মক কৌশলগত অংশীদারত্ব ধীরে ধীরে আরও শক্তিশালী করতে পারব। এটি আমাদের জনগণের মূল স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কোরীয় উপদ্বীপ ও উত্তর-পূর্ব এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এটি সহায়তা করবে।' এদিকে, উত্তর কোরিয়ার ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিবৃতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও। তথ্যসূত্র : রয়টার্স