মণিপুরে নতুন করে অস্থিরতার মধ্যেই রাজ্যের রাজধানী ইম্ফলে ছড়িয়ে পড়েছে বিশাল বিক্ষোভ। রোববার রাতে রাজ্যটির রাজভবন এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে বিপুলসংখ্যক মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হওয়ার সময় নিরাপত্তা বাহিনী তাদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করে।
ইম্ফল পশ্চিম জেলায় সন্দেহভাজন জঙ্গিদের সাম্প্রতিক ড্রোন হামলার প্রতিবাদে রোববার রাতে হাজার হাজার মানুষ মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসেন। তারা দীর্ঘ রাস্তা হেঁটে রাজভবন এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হন এবং একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
বিক্ষোভকারীরা শহরের তিদ্দিম রোড ধরে তিন কিলোমিটারের বেশি মিছিল করে 'হাই-সিকিউরিটি জোন'র দিকে এগোলে নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। মূলত বিক্ষোভকারীদের সামনে অগ্রসর হতে বাধা দেওয়ার জন্য পথে ব্যারিকেড তৈরি করেছিল মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।
একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীকে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয়। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রাজভবন এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছাকাছি, এমনকি পুলিশ সদর দপ্তর, মণিপুর সচিবালয় এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অফিসের কাছাকাছি অবস্থানে পৌঁছে গিয়েছিল।