শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ভারতের লক্ষ্নৌতে ভবন ধসে ৮ জন নিহত

যাযাদি ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ভারতের লক্ষ্নৌতে ভবন ধসে ৮ জন নিহত

ভারতের উত্তরপ্রদেশের লক্ষ্নৌ নগরীতে তিনতলা একটি ভবন ধসে আটজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২৮ জন।

উত্তরপ্রদেশ রাজ্যের এই রাজধানী শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় শনিবার বিকালে ভবনটি ধসে পড়ে। ভবনটিতে কয়েকটি গুদাম ও একটি মোটর ওয়ার্কশপ ছিল।

রোববার কর্মকর্তারা জানান, রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও তিনটি মৃতদেহ উদ্ধার করার পর মৃতের সংখ্যা আটজনে দাঁড়ায়। তলস্নাশি ও উদ্ধারকাজ চলমান আছে।

জেলা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে নেই, এখন এটিই নিশ্চিত করার চেষ্টা করছেন তারা।

পুলিশ জানিয়েছে, প্রায় চার বছর আগে ভবনটি তৈরি করা হয়েছিল আর কিছু নির্মাণকাজ ঘটনার সময়ও চলছিল। শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে ঘটনা যখন ঘটে, তখন হতাহতদের অধিকাংশই নিচের তলায় কাজ করছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ভবনটির নিচ তলায় একটি মোটর ওয়ার্কশপ ও গুদাম ছিল, দ্বিতীয় তলায় চিকিৎসা পণ্যের একটি গুদাম ও তৃতীয় তলায় একটি কাটলারিজের গুদাম ছিল।

এ ঘটনায় আহত চিকিৎসা পণ্যের গুদামে কাজ করা একজন জানান, 'বৃষ্টি হচ্ছিল, তাই আমরা নিচে নেমে আসি। এ সময় ভবনটির একটি পিলারে ফাটল দেখতে পাই। তারপর হঠাৎ করেই পুরো ভবনটি আমাদের ওপর ধসে পড়ে।' তথ্যসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে