রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

প্রেসিডেন্ট হিসেবে বাইডেন ৫৩২ দিন ছুটি কাটিয়েছেন!

যাযাদি ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
প্রেসিডেন্ট হিসেবে বাইডেন ৫৩২ দিন ছুটি কাটিয়েছেন!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মেয়াদের বড় একটি অংশ ছুটিতে কাটিয়েছেন। সম্প্রতি রিপাবলিকান ন্যাশনাল কমিটির একটি বিশ্লেষণে দেখা গেছে, চার বছরের কম সময়ের মধ্যে বাইডেন ৫৩২ দিনই ছুটিতে ছিলেন, যা তার প্রেসিডেন্ট থাকার সময়ের প্রায় ৪০ শতাংশ। মাত্র এক হাজার ৩২৬ দিন অফিস করেছেন তিনি। গত ১ সেপ্টেম্বর এই তথ্যটি প্রকাশ করেছেন আরএনসির বিশ্লেষকরা। তথ্যসূত্র : এনডিটিভি

এই সংখ্যাটি আমেরিকার গড় কর্মীর ছুটির তুলনায় অনেক বেশি। একজন মার্কিন কর্মী গড়ে বছরে ১১ দিন ছুটি পেয়ে থাকেন। সেই হিসাবে প্রেসিডেন্ট বাইডেন সাধারণ একজন কর্মীর তুলনায় প্রায় ৪৮ বছরের সমান ছুটি কাটিয়েছেন।

সমালোচকরা বলছেন, বিশ্বজুড়ে অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ সমস্যা চলাকালীন এত ছুটি নেওয়া প্রেসিডেন্টের জন্য অনুপযুক্ত।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে হোয়াইট হাউসের বাজেট অফিসের সাবেক জেনারেল কাউন্সেল মার্ক পাওলেটা বলেছেন, 'আমেরিকা ও বিশ্বে যখন আগুন জ্বলছে, সেই সময় সমুদ্র সৈকতে চেয়ারে হেলান দিয়ে আরাম করে ঘুমাচ্ছেন বাইডেন- এই দৃশ্যটিই এক সময় তার প্রেসিডেন্সির প্রতীক হয়ে দাঁড়াবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে