নেপালে বিমান দুর্ঘটনার কারণ ওজন-কম গতি
প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
নেপালে গত জুলাইয়ে যে বিমান দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি ঘটে, সেটির প্রাথমিক তদন্তে জানা গেছে- নির্ধারিত ওজন ও গতিতে উড়ছিল না বিমানটি।
দেশটির 'সৌরিয়া এয়ারলাইন্সের' বিমানটি গত ২৪ জুলাই রাজধানী কাঠমান্ডু থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়ে ১৭ জন আরোহী ও কো-পাইলট নিহত হন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারলাইন্সটি নির্ধারিত ওজন ও গতির সুরক্ষানীতি ভঙ্গ করেছে।
তদন্ত দলের চেয়ারম্যান রতিশ চন্দ্র লাল বলেন, 'আমরা বিমানটির গতি এবং এটি যে ওজন বহন করছিল, তাতে অসঙ্গতি পেয়েছি। এ ছাড়া লোডের যথাযথ ও নিরাপদ ল্যাচিংও ছিল না।'
তথ্যসূত্র : রয়টার্স