শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

মণিপুরে সংঘাতে বন্দুকযুদ্ধ-ড্রোন-রকেট হামলা, নিহত ৬

যাযাদি ডেস্ক
  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মণিপুরে সংঘাতে বন্দুকযুদ্ধ-ড্রোন-রকেট হামলা, নিহত ৬

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় নতুন করে সহিংসতা শুরু হয়েছে। শনিবার এই দুই জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় রাজ্যের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। তথ্যসূত্র : এএফপি

কর্তৃপক্ষ বলেছে, শনিবার মণিপুরের জিরিবাম জেলায় ঘুমন্ত এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধে চারজন নিহত হন। ওই চারজনই সশস্ত্র ছিলেন।

মণিপুর পুলিশ বলেছে, গুলি চালিয়ে যাকে হত্যা করা হয়েছে, তিনি জেলা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের বিচ্ছিন্ন এক এলাকায় একা বসবাস করতেন। বিদ্রোহীরা তার বাড়িতে হামলা চালায় এবং ঘুমন্ত অবস্থায় তাকে গুলি চালিয়ে হত্যা করে।

এই হত্যাকান্ডের পর মণিপুরের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক গুলিবিনিময় হয়। জেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে গোলাগুলির এই ঘটনায় অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটে। নিহতদের প্রত্যেকেই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে