রুশ 'গুপ্তচর তিমি'কে গুলি করে মারা হয়েছে

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
নরওয়ে উপকূলে রুশ 'গুপ্তচর তিমি' হিসেবে পরিচিত ভালদিমিরের মৃতু্য রহস্যের জন্ম দিয়েছে। তিমিটিকে গুলি করে হত্যা করা হয়েছে বলেই ধারণা প্রাণী অধিকার গোষ্ঠীগুলোর। নরওয়ের দক্ষিণাঞ্চলীয় রিসাভিকা বে তে সাদা বেলুগা প্রজাতির এই তিমিকে গত মাসের শেষদিকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিমিটি রাশিয়ার প্রশিক্ষিত গুপ্তচর ছিল বলে ধারণা করা হয়। গত বুধবার নরওয়ের দুটি প্রাণী অধিকার গোষ্ঠী ওয়ানহোয়েল ও নোহ অভিযোগ করে বলেছে, ভালদিমিরকে 'গুলি করে হত্যা করা হয়েছে'। তারা তিমিটির মৃতু্যর ঘটনার ফৌজদারি তদন্ত দাবি করেছে। ওয়ানহোয়েল 'ইনস্টাগ্রাম' পোস্টে লিখেছে, ভালদিমিরকে গুলি করে হত্যা করা হয়েছে- এই অকপট প্রমাণের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করার আহ্বান জানাচ্ছে তারা। পোস্টে ওয়ানহোয়েল আরও লিখেছে, একাধিক পশুচিকিৎসক, জীববিজ্ঞানী এবং ব্যালিস্টিক বিশেষজ্ঞ ভালদিমিরের আঘাতের আলামত খতিয়ে দেখেছেন এবং ঘটনাটিকে অপরাধমূলক কাজ হিসেবে চিহ্নিত করেছেন। পোস্টটিতে তিমিটির ছবি দেওয়া হয়। তাতে প্রাণীটির দেহে রক্তের দাগ ও ফুটো দেখা গেছে। তবে নিরপেক্ষভাবে এ দাবির সত্যতা যাচাই করা যায়নি। প্রাণী অধিকার গোষ্ঠীগুলো সান্ডনেস জেলা পুলিশসহ নরওয়ের অর্থনৈতিক এবং পরিবেশগত অপরাধ তদন্ত ও বিচার বিষয়ক জাতীয় কর্তৃপক্ষের কাছে পুলিশ প্রতিবেদন দাখিল করেছে। সাউথওয়েস্টার্ন পুলিশ জানিয়েছে, তারা ভালদিমিরের মৃতু্যর ঘটনা তদন্তের অনুরোধ পেয়েছে, তবে এখনো আনুষ্ঠানিক তদন্ত শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। পুলিশ সুপার ভিক্টর ফেন-জেনসেন জানান, তাদের কাছে এ রকম মামলা আগে কখনো এসেছে বলে তিনি মনে করেন না। পাঁচ বছর আগে ২০১৯ সালে রাশিয়ার সমুদ্রসীমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে নরওয়ের উত্তরে ইনগোয়া দ্বীপের কাছে ভালদিমিরকে প্রথম দেখা গিয়েছিল। এর গায়ে ইংরেজিতে লেখা ছিল 'সেইন্ট পিটার্সবার্গের যন্ত্র' এবং একটি অ্যাকশন ক্যামেরাও লাগানো ছিল। নরওয়ের ভাষায় তিমিকে যে নামে ডাকা হয়, সেই শব্দ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের নামের আদ্যক্ষরের সমন্বয়ে তিমিটিকে ভালদিমির নামে ডাকা হতো। এই তিমি মানুষের সংকেতে সাড়া দিত এবং মানুষের ব্যাপারে বেশ আগ্রহী ছিল। তাই তিমিটি গুপ্তচর বলে সন্দেহ সৃষ্টি হয়। তথ্যসূত্র : সিএনএন