শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

'বিচার পেতে আলোর পথে' পশ্চিমবঙ্গ, ফের 'রাত দখল'

যাযাদি ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
'বিচার পেতে আলোর পথে' পশ্চিমবঙ্গ, ফের 'রাত দখল'

রাতের আলো নিভিয়ে আবারও প্রতিবাদে নামল ভারতের পশ্চিমবঙ্গবাসী। তবে এই অন্ধকার ভয়ের নয়, সাহস জোগানোর! কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায়বিচার চেয়ে আবারও 'রাত দখলে' কর্মসূচি পালন করেছে রাজ্যের মানুষ। তথ্যসূত্র : এবিপি

গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নৃশংস অত্যাচার নেমে এসেছিল ওই চিকিৎসক তরুণীর ওপর। এরপর থেকেই ন্যায়বিচারের দাবিতে রাজ্যজুড়ে টানা আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ চলে আসছে। এরই মধ্যে গত ১৪ আগস্ট 'রাত দখলে' নেমেছিলেন নারীরা। সেই কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছিল গোটা রাজ্যে। কিন্তু প্রতিবাদের মাত্রার নিরিখে সেই দিনটিকেও হার মানাল বুধবারের (৪ সেপ্টেম্বর) রাত।

কলকাতা থেকে বহরমপুর, বাঁকুড়া থেকে দক্ষিণ ২৪ পরগনা- আলো নিভিয়ে মোমবাতি নিয়ে এক অভিনব প্রতিবাদ রাজ্যবাসীর। রাত ৯টা থেকে ১০টা রাস্তা, ঘর, দোকানপাট- সব জায়গায় আলো নিভিয়ে মোমবাতি ও প্রদীপ হাতে রাস্তায় নেমে আসেন অসংখ্য মানুষ। কেউ আবার মশাল জ্বালিয়ে এগিয়ে চলেন সামনের দিকে। অনেকে মানববন্ধন করে হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। সবারই এক সুর, 'জাস্টিস ফর আরজি কর'।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে