শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

বোকো হারামের হামলায় নিহত অন্তত ৮১

যাযাদি ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বোকো হারামের হামলায় নিহত অন্তত ৮১

আফ্রিকাভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারামের হামলায় নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ ইয়োবেতে অন্তত ৮১ জন নিহত হয়েছেন এবং এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

ইয়োবে প্রাদেশিক পুলিশের মুখপাত্র আবদুল করিম দুঙ্গুস বলেন, গত রোববার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ইয়োবের মাফা এলাকায় হামলা চালায় বোকো হারামের প্রায় ১৫০ জন সন্ত্রাসী। রাইফেল, আরপিজেতে (রকেট প্রোপেলড গ্রেনেড) সজ্জিত হয়ে ৫০টিরও বেশি মোটর সাইকেলে চেপে তারা এসেছিল।

মাফায় এসে নির্বিচারে গুলি চালিয়ে লোকজনকে হত্যার পাশপাশি লুটপাট এবং বেশ কিছু বাড়িতে এই সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করেছে- উলেস্নখ করে দুঙ্গুস বলেন, 'বহু মানুষকে হত্যা করেছে তারা। আমরা এ পর্যন্ত ৮০ জন নিহতের নাম জানতে পেরেছি, তবে এখনো অনেকের খোঁজ পাওয়া যায়নি।'

আরেক পুলিশ কর্মকর্তা বুলামা জালালউদ্দিন জানান, 'কয়েক দিন আগে মাফা এলাকার বাসিন্দারা বোকো হারামের দুই সন্ত্রাসীকে পিটিয়ে হত্যা করেছিল। এর প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে আমরা ধারণা করছি।'

পশ্চিম ও উত্তর আফ্রিকায় গত বেশ কয়েক বছর ধরে ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছে কয়েকটি সন্ত্রাসীগোষ্ঠী। বোকো হারাম সে সবের মধ্যে একটি। নাইজেরিয়ায় এই গোষ্ঠীটির তৎপরতা সবচেয়ে বেশি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী আল-কায়েদা নেটওয়ার্ককে অনুসরণকারী বোকো হারাম নাইজেরিয়ার সাধারণ লোকজনের কাছে 'ডাকাত দল' নামে পরিচিত। হত্যা, লুটপাট, অপহরণ এবং মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বোকো হারাম গত ১৫ বছর ধরে নাইজেরিয়ায় তৎপরতা চালাচ্ছে। তাদের হামলায় এ পর্যন্ত দেশটিতে নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ। তথ্যসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে