ফিলিস্তিনের পশ্চিম তীরের তুবাস শহরে একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ইসরাইল বলেছে, তুবাস অঞ্চলে তাদের বাহিনীগুলোর জন্য 'হুমকি হয়ে ওঠা' ফিলিস্তিনি যোদ্ধাদের ওপর 'তিনটি পৃথক হামলায়' তাদের সামরিক আকাশযানগুলো অংশ নিয়েছে। তথ্যসূত্র : রয়টার্স
চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা 'ওয়াফা' জানিয়েছে, একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরাইলের আকাশ হামলায় পাঁচজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক।
ওয়াফার খবর অনুযায়ী, একটি সশস্ত্র ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়েছে। হামলার পর ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুলেন্সের ক্রুরা পাঁচটি মৃতদেহ ও দুই আহতকে তুবাসের তার্কিশ গভর্নমেন্ট হাসপাতালে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি সেনাদের বড় ধরনের একটি দল তুবাস গভর্নরেটের ফার'আ শরণার্থী শিবিরে হামলা চালানোর পর ওই পাঁচজনকে হত্যা করে। ফার'আ শরণার্থী শিবিরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন তারা।
ইসরাইল গত সপ্তাহ থেকে অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক এক সামরিক অভিযান পরিচালনা করেছে।