নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর রানি হলেন ২৭ বছর বয়সি এনগা ওয়াই হোনো ই তে পো পাকি। বৃহস্পতিবার নতুন রানির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। ঐতিহ্য মেনে মাওরি প্রধানরা
তাকে অভিষিক্ত করেন।
এনগা হলেন সদ্যপ্রয়াত মাওরি রাজা তুহেইশিয়ার একমাত্র মেয়ে। গত শুক্রবার হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর রাজার মৃতু্য হয়। এরপর বৃহস্পতিবার এনগা সিংহাসনে বসেন।
মাওরি-প্রধানদের নিয়ে গঠিত একটি কাউন্সিল এনগাকে নতুন রানি হিসেবে বেছে নেয়। এনগা ছাড়াও প্রয়াত রাজার দুই ছেলে সন্তান আছে। তারা
এনগার বড়।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, আগে প্রয়াত রাজার বড় ছেলেকে প্রথমে রাজা করার কথা ভাবা হয়েছিল। কিন্তু গত কয়েক বছরে এনগার নাম পরবর্তী রানি
হিসেবে প্রাধান্য পায়।
মাওরি কাউন্সিলের সাংস্কৃতিক পরামর্শদাতা কারাতিয়ানা তাইয়ুরু জানিয়েছেন, 'সাধারণ মাওরি ঐতিহ্য অনুসারে রাজার বড় ছেলেই সিংহাসনে বসার ক্ষেত্রে প্রাধান্য পায়। এ
ক্ষেত্রে সেই ঐতিহ্য থেকে সরে এসেছেন মাওরিরা।'
তিনি বলেছেন, 'একজন তরুণী মাওরি নারী রানি হচ্ছেন এটা দেখাও সৌভাগ্যের বিষয়। এনগা হলেন মাওরিদের দ্বিতীয় রানি। তার দাদি ছিলেন প্রথম রানি। ২০০৬ সালে
তিনি মারা যান।'
এনগা এমন একসময় রানি হলেন, যখন মাওরিদের নেতৃত্ব পর্যায়ে থাকা ব্যক্তিরা বয়সের ভারে নূ্যব্জ। আবার সম্প্রদায়টি এখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি।
তাইউরু বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জেনেটিক পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়নসহ আরও অনেক সামাজিক পরিবর্তনের এই সময় নিউজিল্যান্ডের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী নানা হুমকির মুখে। এমন পরিস্থিতিতে মাওরিরা নেতৃত্বের আসনে নতুন ও তরুণ প্রজন্মের কাউকে প্রত্যাশা করছিল। তথ্যসূত্র : এএফপি