শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

নাইজেরিয়ায় বোকো হারাম হামলায় নিহত ৮১

যাযাদি ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নাইজেরিয়ায় বোকো হারাম হামলায় নিহত ৮১

নাইজেরিয়ার উত্তর-পূর্ব ইউবে অঞ্চলে এক সন্ত্রাসী হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আছেন অনেকে। দেশটির জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা এ হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানান।

ইউবে অঞ্চলের পুলিশের মুখপাত্র আবদুল করিম দাঙ্গুস বলেন, রাইফেল, আরপিজিসহ (রকেটচালিত গ্রেনেড) বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে সন্দেহভাজন প্রায় দেড়শ বোকো হারাম সদস্য ৫০টির বেশ মোটর সাইকেলে করে হামলা চালান।

পুলিশের মুখপাত্র আরও বলেন, 'তারা (বোকো হারাম) অনেককে হত্যা করেছে। পুড়িয়ে দিয়েছে বিপুলসংখ্যক দোকান ও বাড়িঘর। হামলায় নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা আমরা এখনো জানতে পারিনি।'

আবদুল করিম দাঙ্গুস বলেন, এটি প্রতিশোধমূলক হামলা বলেই মনে হচ্ছে। মাফা গ্রামের প্রতিশোধপরায়ণ কিছু মানুষ বোকো হারামের দুই সদস্যকে হত্যা করেছিল। এর প্রতিশোধ নিতে সেখানে হামলা চালায় সংগঠনটি।

স্থানীয় কর্মকর্তা বালুমা জালালুদ্দিন বলেন, হামলায় অন্তত ৮১ জন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধারে সেনাসদস্যরা মাফায় পৌঁছানোর আগেই ১৫ জনকে দাফন করা হয়। হামলায় নিখোঁজ আছেন অনেকে। বোকো হারামসহ অন্য সশস্ত্র গোষ্ঠী ১৫ বছর উত্তর-পূর্ব নাইজেরিয়ায় বিদ্রোহ করছে। এতে নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে