পারমাণবিক অস্ত্র
রাশিয়া পরিবর্তন আনবে ব্যবহারের মতবাদে
প্রকাশ | ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ইউক্রেনের যুদ্ধে পশ্চিমাদের হস্তক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া তার পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতবাদে পরিবর্তন আনবে। রোববার রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ কথা জানিয়েছেন।
২০২০ সালে প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের জারি করা একটি ডিক্রিতে বিদ্যমান পারমাণবিক মতবাদে বলা হয়েছে, যে কোনো শত্রম্নর পারমাণবিক হামলা বা রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ প্রচলিত আক্রমণের ক্ষেত্রে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে।
রাশিয়ার সামরিক বিশ্লেষকদের মধ্যে কয়েকজন পুতিনকে পারমাণবিক ব্যবহারের সীমানা কমানোর আহ্বান জানিয়েছেন। গত জুনে প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন বলেছিলেন, পারমাণবিক মতবাদ একটি 'জীবন্ত যন্ত্র' যা বিশ্বের ঘটনাগুলোর ওপর নির্ভর করে পরিবর্তন হতে পারে। রোববার সেই মতবাদের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রিয়াবকভ। তথ্যসূত্র : রয়টার্স