গোমাংস বহনের সন্দেহে ভারতে বয়স্ক ব্যক্তিকে মারধর
প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
গরুর মাংস বহন করেছেন সন্দেহে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে বয়স্ক এক ব্যক্তিকে কদিন আগে চলন্ত ট্রেনে উপর্যুপরি চড়-থাপ্পর ?ও কিল-ঘুষি মারার অভিযোগ উঠেছে। চলন্ত ট্রেনে এই ঘটনা ঘটলেও অনেকে সেখানে নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। এমনকি ঘটনার সময় সেখানে অনেক লোকজনকে হাসিমুখে দেখা গেলেও বয়স্ক ব্যক্তির সহায়তায় এগিয়ে আসেননি কেউই। তথ্যসূত্র : এনডিটিভি
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, পস্ন্যাস্টিকের বাক্সে করে গরুর মাংস বহন করছেন সন্দেহে আশরাফ মুনিয়ার নামের বয়স্ক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে একদল যাত্রী। এ সময় তারা জানতে চায়, 'আপনি বাক্সে করে কী বহন করছেন? কোথায় যাচ্ছেন? আপনি কোথায় থেকে এসেছেন? সেখানে ছাগলের মাংস পাওয়া যায় না? এসব মাংস কতজন মানুষ খাবে?'
যাত্রীদের এমন জিজ্ঞাসাবাদ আর চড়-থাপ্পরের সময় ওই ব্যক্তিকে শারীরিকভাবে দুর্বল দেখা যায়। জিজ্ঞাসাবাদের মুখে মাংস মেয়ের পরিবারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে জানান। আর বাক্সে মহিষের মাংস রয়েছে বলে জানান তিনি।
ভারতের মহারাষ্ট্রের রেলওয়ে কমিশনার চলন্ত ট্রেনে মুসলিম যাত্রীকে মারধরের ঘটনা নিশ্চিত করেছেন।