রাশিয়ায় হামলার সম্মতি দিতে আমেরিকাকে চাপ ইউক্রেনের
প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
রাশিয়ার আরও অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে আমেরিকার সম্মতি আদায়ের চেষ্টা করছে ইউক্রেন। শনিবার (৩১ আগস্ট) ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধিদের এক বৈঠকে আমেরিকাকে 'গ্রিন সিগন্যাল'র জন্য চাপ দিয়েছে কিয়েভ। তথ্যসূত্র : রয়টার্স
ওয়াশিংটন ২০২২ সাল থেকে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলারের বেশি সামরিক সহায়তা দিয়েছে। তবে এসব সামরিক সরঞ্জাম কেবল ইউক্রেনের মাটিতে ও সীমান্ত অঞ্চলে আত্মরক্ষার্থে ব্যবহারের শর্ত জুড়ে দিয়েছে হোয়াইট হাউস।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খারকিভে শুক্রবার রুশ বিমানের গাইডেড বোমা হামলায় ছয়জন নিহত ও ৯৭ জন আহত হয়েছেন। শনিবারও ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। তার মতে, কেবল রুশ ভূখন্ডে তাদের সামরিক ঘাঁটি, অস্ত্রাগার ধ্বংসের মাধ্যমেই এসব হামলা প্রতিহত করা সম্ভব।
শনিবার রাতে একটি ভিডিও ভাষণে তিনি বলেন, 'আমরা প্রতিদিন আমাদের মিত্রদের সঙ্গে এ বিষয়ে কথা বলি। আমরা যুক্তির মাধ্যমে তাদের সম্মতি আদায়ের চেষ্টা করছি।'
আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, 'ইউক্রেনকে রক্ষায় দূরপালস্নার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি প্রয়োজন।'