২২ আরোহী নিয়ে বিধ্বস্ত রুশ হেলিকপ্টার
প্রকাশ | ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ২২ আরোহী নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের সবাই নিহত হয়েছেন। হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ থেকে জীবিত কাউকে পাওয়া যায়নি। শনিবার এমআই-৮টি হেলিকপ্টারটি ১৯ যাত্রী ও ৩ ক্রু সদস্য নিয়ে নিখোঁজ হয়।
হেলিকপ্টারটি ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছের একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। বিকাল ৪টার দিকে এর রিপোর্ট করার সময় নির্ধারিত থাকলেও ক্রু সদস্যরা তা করতে ব্যর্থ হন।
এর আগে, গত ১২ আগস্ট ১৬ আরোহী নিয়ে কামচাটকায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কামচাটকা উপদ্বীপ পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটি মস্কো থেকে ছয় হাজার কিলোমিটার পূর্বে ও আলাস্কার দুই হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত। তথ্যসূত্র : রয়টার্স