ফলিস্তিনিরে গাজা উপত্যকাজুড়ে পোলওি টকিা র্কমসূচি চলার মধ্যইে ইসরাইলি হামলায় কমপক্ষে ৬১ জন নহিত হয়ছেনে। অথচ জাতসিংঘরে পোলওি র্কমসূচি উপলক্ষে দনৈকি ৮ ঘণ্টা যুদ্ধবরিতরি নশ্চিয়তা দয়িছেলি ইসরাইল। শনবিার (৩১ আগস্ট) ফলিস্তিনিি স্বাস্থ্য র্কতৃপক্ষ জানয়িছে,ে গাজার মধ্য ও দক্ষণিাঞ্চলে ব্যাপক সংর্ঘষ চলছ।ে শুধু গাজা নয়, সংর্ঘষ ছড়য়িে পড়ছেে দখলকৃত পশ্চমি তীরওে। তথ্যসূত্র : রয়র্টাস, আল-জাজরিা, এএফপি গাজাজুড়ে প্রায় ছয় লাখ ৪০ হাজার শশিুকে পোলওির বরিুদ্ধে টকিা দওেয়া শুরু করছেে জাতসিংঘ বশ্বি স্বাস্থ্য সংস্থা। এ উপলক্ষে এক দনি আগইে ব্যাপক অভযিান না চালানো এবং সীমতি যুদ্ধবরিতরি জন্য চুক্তি হয়ছেে ইসরাইল ও বশ্বি স্বাস্থ্য সংস্থার মধ্য।ে গাজার উপ-স্বাস্থ্যমন্ত্রী ইউসুফ আবু আল-রশি বলনে, একটি র্কাযকর যুদ্ধবরিতইি সব শশিুকে পোলওি টকিা র্কমসূচরি আওতায় আনার নশ্চিয়তা দতিে পার।ে যদওি টকিাদান র্কমীরা সব এলাকায় যাওয়ার চষ্টো করবনে। কন্তিু ইসরাইল রাজি হলওে, এখনো বশেরিভাগ এলাকায় অভযিান চলছ।ে দক্ষণিাঞ্চলীয় শহর খান ইউনসিরে নাসরে হাসপাতালে সাংবাদকিদরে তনিি বলনে, আর্ন্তজাতকি সম্প্রদায় যদি সত্যইি এই র্কমসূচি সফল করতে চায়, তাহলে যুদ্ধবরিতরি ডাক দওেয়া উচতি। শনবিার আনুষ্ঠানকি র্কমসূচি শুরুর আগে নাসরে হাসপাতালরে ওর্য়াডে কছিু শশিুকে টকিা দওেয়া হয়। ডাবস্নিউএইচও র্কমর্কতারা বলছেনে, র্কমসূচি সফল করতে অন্তত ৯০ শতাংশ শশিুকে চার সপ্তাহরে মধ্যে দুই ডোজ টকিা নতিে হব,ে যা গাজায় প্রায় অসম্ভব। এমনতিইে সখোনে গত ১১ মাসরে যুদ্ধে প্রায় বধ্বিস্ত হয়ছেে পুরো এলাকাট।ি এর ওপর এখন হামলা চলছ।ে শনবিার গাজার আটটি শরর্ণাথী শবিরিে র্কমসূচি শুরুর জন্য প্রস্তুতি নওেয়া হয়ছেলি। কন্তিু নুসইেরাত শবিরিে আলাদা ইসরাইলি হামলায় একই পরবিাররে ৯ জনসহ অন্তত ১৯ ফলিস্তিনিি নহিত হয়ছেনে। গাজার অন্যান্য এলাকায় একরে পর এক হামলায় ৩০ জনরে বশেি মানুষ নহিত হয়ছেে বলে জানয়িছেনে চকিৎিসকরা। পশ্চমি তীরে ইসরাইলি সনোদরে সঙ্গে ফলিস্তিনিি যোদ্ধাদরে তুমুল সংর্ঘষ এদকি,ে দখলকৃত পশ্চমি তীররে জনেনি শহরে ইসরাইলরে চলমান সামরকি অভযিানরে মধ্যে শনবিার ইসরাইলি সনোদরে সঙ্গে ফলিস্তিনিি যোদ্ধাদরে তুমুল সংর্ঘষ হয়ছে।ে সংর্ঘষে এক সনো কমান্ডার ছাড়াও তনি ইসরাইলি পুলশি নহিত হয়ছেনে। উলস্নেখ্য, ১৯৪৮ সালে ইসরাইল ভূখন্ড সৃষ্টকিে কন্দ্রে করে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধরে সময় নজি ঘরবাড়ি থকেে উচ্ছদে হওয়া ফলিস্তিনিি পরবিারগুলো জনেনিরে ঘনবসতর্পিূণ শরর্ণাথী শবিরিগুলোতে আশ্রয় নয়িে আছনে। এক ববিৃততিে ইসরাইলি বাহনিী বলছে,ে ২০ বছর বয়সি এলকানা নাভন নামে এক কমান্ডার শনবিার সকালে জনেনি শহরে সংঘাতরে মধ্যে পড়ে যায়। নহিত সনোকে স্কোয়াড কমান্ডার হসিবেে চহ্নিতি করছেে ইসরাইল। এই সংর্ঘষরে সময় আরকে সনোসদস্য গুরুতর আহত হয়ছে।ে জনেনি শহররে শরর্ণাথী শবিরিরে একটি বাড়তিে ইসরাইলি সনোরা হামলা শুরু করলে ফলিস্তিনিি প্রতরিোধ যোদ্ধাদরে সঙ্গে সংর্ঘষ শুরু হয়। শনবিার টানা চর্তুথ দনি দখলদার সনোদরে সঙ্গে পশ্চমি তীরে ফলিস্তিনিি প্রতরিোধ যোদ্ধাদরে সংর্ঘষ হয়। এ সময় ইসরাইলি বাহনিী পশ্চমি তীররে বভিন্নি আবাসকি এলাকা, বশিষে করে এর উত্তর অংশে প্রচন্ড বমিান ও স্থল হামলা চালয়িছে।ে ইসরাইলি সংবাদমাধ্যম 'টাইমস অব ইসরাইল' জানয়িছে,ে রোববার সকালে পশ্চমি তীর ও ইসরাইলরে সীমান্তর্বতী ইধানা-র্তাকময়িা জংশনরে চকেপোস্টরে কাছে পুলশি সদস্যদরে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘট।ে হামলাকারী ওই ফলিস্তিনিি যোদ্ধা চলন্ত গাড়ি থকেে গুলি ছোড়নে। এরপর তনিি সখোন থকেে পালয়িে যান। ইসরাইল জানয়িছে,ে হামলাকারীকে ধরতে অভযিান চালাচ্ছে তারা। ফলিস্তিনিি যোদ্ধার গুলতিে নহিত তনি পুলশি সদস্যরে মধ্যে দুইজন ঘটনাস্থলইে মারা যায়। হাসপাতালে নওেয়ার পথে অপরজনরে মৃতু্য হয়। রোববাররে ঘটনায় নহিত এক পুলশি সদস্যরে ময়েে গত ৭ অক্টোবর হামাসরে হামলায় প্রাণ হারান। এর ১০ মাস পর তনিি নজিওে নহিত হলনে। গত সপ্তাহে ফলিস্তিনিরে পশ্চমি তীরে ভয়াবহ হামলা চালায় ইসরাইল। এতে এখন র্পযন্ত অন্তত ২২ ফলিস্তিনিরি মৃতু্য হয়ছে।ে তাদরে হত্যার প্রতশিোধ নতিইে ইসরাইলি পুলশি সদস্যদরে লক্ষ্য করে হামলা চালানো হয়ছেে বলে ধারণা করা হচ্ছ।ে গত বছর হামাস ও ইসরাইলরে মধ্যে যুদ্ধ শুরু হলওে এটি গাজার মধ্যে সীমাবদ্ধ ছলি। কন্তিু গত সপ্তাহে পশ্চমি তীরে হামলা চালানোর পর সখোনওে উত্তজেনা ছড়য়িে পড়।ে