মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
আইসিসির পরোয়ানা

পুতিনকে গ্রেপ্তারের আহ্বান মঙ্গোলিয়াকে

ইউক্রেনের দাবি নিয়ে ব্যাপক আলোচনা, রাশিয়া বলেছে, উদ্বিগ্ন নয় ক্রেমলিন খারকিভ-বোলগোরাদে পাল্টাপাল্টি হামলা : নিহত ১২
যাযাদি ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনকে গ্রেপ্তার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। আগামী ৩ সেপ্টেম্বর পুতিনের মঙ্গোলিয়া সফরকে কেন্দ্র করে শুক্রবার (৩০ আগস্ট) এই আহ্বান জানানো হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম 'টেলিগ্রামে' বলেছে, 'আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা মেনে চলতে আমরা মঙ্গোলিয়ার প্রতি আহ্বান জানাই। আশা করছি, পুতিনকে গ্রেপ্তার করে হেগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রেরণ করা হবে।' তথ্যসূত্র : রয়টার্স, বিবিসি

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আশা করছে- পুতিন যে একজন যুদ্ধাপরাধী, সে বিষয়ে অবগত আছে মঙ্গোলিয়া। দেশটির প্রশাসনের প্রতি রুশ নেতাকে গ্রেপ্তার ও নেদারল্যান্ডসের দ্য হেগে আইসিসির সদর দপ্তরে কৌঁসুলিদের কাছে তাকে হস্তান্তরের দাবি তোলা হয়েছে।

ইউক্রেনে সেনা অভিযানের পর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির করে। আর এই পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশ সফর করতে যাচ্ছেন পুতিন। মঙ্গোলিয়াসহ আইসিসি'র মোট সদস্য সংখ্যা ১২৪। পুতিন কোনো সদস্য দেশে প্রবেশ করলে তাকে আটক করে হেগে পাঠানোর দায়বদ্ধতা রয়েছে তাদের।

আন্তর্জাতিক অপরাধ আদালতের অভিযোগ, রুশ প্রেসিডেন্ট যুদ্ধাপরাধের জন্য দায়ী। একই সঙ্গে অভিযোগ করা হয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর সেখান থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়া ঠেকাতে ব্যর্থ হয়েছেন পুতিন। অবশ্য, ক্রেমলিন এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, এগুলো রাজনৈতিক কৌশলের অংশ।

২০২২ সালের ২৪ ফেব্রম্নয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর প্রায় আড়াই বছর ধরে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। এর মধ্যেই গত বছর মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসির এক মুখপাত্র বলেন, মঙ্গোলিয়ার কর্মকর্তারা সদস্য দেশ হিসেবে আইসিসির বিধান মেনে চলতে দায়বদ্ধ। তবে এর মানে এই নয় যে, পুতিনকে গ্রেপ্তার করতেই হবে। আইসিসির মুখপাত্র ড. ফাদি আল-আবদালস্নাহ বলেন, অবশ্যই পুতিনের সফর ঘিরে সতর্কতার সঙ্গে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

গ্রেপ্তার ইসু্যতে উদ্বিগ্ন নয় ক্রেমলিন

এদিকে, ক্রেমলিন বলছে- তারা এই সফর নিয়ে মোটেও উদ্বিগ্ন নয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, 'মঙ্গোলিয়ার অংশীদারদের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক বিদ্যমান।'

মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'চিন্তার কিছু নেই। এ নিয়ে মঙ্গোলিয়ায় মিত্রদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে।' পুতিনের সফরের আগে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মঙ্গোলীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, 'সফরের সব দিক সাবধানে প্রস্তুত করা হয়েছে।'

খারকিভ-বোলগোরাদে পাল্টাপাল্টি

হামলা : নিহত ১২

অন্যদিকে, রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় খারকিভ ও বোলগোরাদে নিহত হয়েছেন কমপক্ষে ১২ জন। বিভিন্ন সংবাদমাধ্যম বলেছে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের একটি বহুতল আবাসিক ভবন ও খেলার মাঠে শুক্রবার রাশিয়ান বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ৭৭ জন। খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, খেলার মাঠে নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

হামলায় ১২ তলাবিশিষ্ট ভবনে আগুন লেগে যায়। এতে ভবনটির ওপরের দিকে তলাগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া আগুনে ভবনের বাইরে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়িও পুড়ে গেছে। পরে ধ্বংসস্তূপের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয় বলেও জানিয়েছেন মেয়র।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিহতদের মধ্যে ১৪ বছর বয়সি এক কিশোরীও রয়েছে। জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাকের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, আবাসিক ভবনের ওপরের তলা থেকে বিশাল অগ্নিশিখা এবং ভারী কালো ধোঁয়া উঠছে। তিনি বলেন, রাশিয়ানরা আবারও বেসামরিক মানুষকে আঘাত করেছে।

এদিকে, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ শহরে ইউক্রেনের হামলায় পাঁচজন নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে এই হামলা হয়েছে। গভর্নর ভেচেসলাভ গস্নাদকভ বলেন, আহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে