শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দিলিস্নতে বৃষ্টির ১২ বছরের রেকর্ড ভেঙে দিল আগস্ট

যাযাদি ডেস্ক
  ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
দিলিস্নতে বৃষ্টির ১২ বছরের রেকর্ড ভেঙে দিল আগস্ট

ভারতের রাজধানী দিলিস্ন এবং তার আশপাশের এলাকায় ২০২৩ সালের আগস্ট মাসে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা বিগত ১২ বছরের আগস্ট মাসগুলোর বৃষ্টির রেকর্ড ভেঙে ফেলেছে। দিলিস্নর আবহাওয়া দপ্তর 'সফদরজং অবজারভেটরি' শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তথ্যসূত্র : এনডিটিভি

বিবৃতিতে বলা হয়েছে, ১ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত রাজধানী দিলিস্নতে মোট বৃষ্টিপাত হয়েছে ৩৭৮ দশমিক পাঁচ মিলিমিটার। গত ১২ বছরের কোনো আগস্ট মাসে দিলিস্নতে এই পরিমাণ বৃষ্টিপাত হয়নি।

ভারতের জাতীয় আবহাওয়া দপ্তর 'আইএমডি'র রেকর্ড বলছে, দিলিস্নর বাসিন্দারা সবচেয়ে বৃষ্টিবহুল আগস্ট দেখেছে ১৯৬১ সালে। ওই বছরের আগস্টে দিলিস্ন ও তার আশপাশের এলাকায় মোট বৃষ্টিপাত হয়েছিল ৫৮৩ দশমিক তিন মিলিটার। দিলিস্নতে এখন পর্যন্ত এটি আগস্ট মাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিবহুল আগস্ট ছিল ২০১০ সালের আগস্ট মাস। ওই বছরের আগস্টে মোট ৪৫৫ দশমিক এক মিলিমিটার বৃষ্টি হয়েছিল দিলিস্নতে। সেই হিসেবে চলতি বছরের আগস্টে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছেন দিলিস্নবাসী।

এমনিতে দিলিস্নতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭৬২ দশমিক তিন মিলিমিটার। কিন্তু রেকর্ডভাঙা বর্ষণের করণে এবার গড় বৃষ্টিপাতও হয়েছে বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে