পাকিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন আলোচনার যুগ শেষ বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেছেন, সন্ত্রাসবাদ ও আলোচনা কখনো একসঙ্গে চলতে পারে না। তথ্যসূত্র : এনডিটিভি
সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান। তার একদিন পর শুক্রবার কঠোর এই মন্তব্য করল ভারত।
এদিন দিলিস্নতে একটি বই প্রকাশের অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা নিয়ে যে উত্তেজনা শুরু হয়েছিল, তা এখন শেষ হয়েছে। এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ উঠছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে আমরা কখনোই সন্ত্রাসবাদকে উপেক্ষা করতে পারি না।'
তিনি বলেন, 'দেশটির সন্ত্রাসবাদ শিল্পের পর্যায়ে পৌঁছেছে। ভারত কোনোভাবেই এ ধরনের হুমকি সহ্য করবে না। প্রতিটি কর্মের বিপরীত ফল রয়েছে। তারা বারবার আন্তর্জাতিক সীমান্তে সন্ত্রাসমূলক কর্মকান্ড ঘটিয়ে ভারতকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করেছে। কিন্তু সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারত কখনই আলোচনায় বসবে না। পাকিস্তানের সঙ্গে নিরবচ্ছিন্ন সংলাপের যুগ শেষ। কোনোভাবেই সমঝোতার পথে হাঁটবে না ভারত।'