শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

গাজা : ক্ষুব্ধ জাতিসংঘ কর্মকর্তা মানবতা নিয়ে প্রশ্ন তুললেন

যাযাদি ডেস্ক
  ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
গাজা : ক্ষুব্ধ জাতিসংঘ কর্মকর্তা মানবতা নিয়ে প্রশ্ন তুললেন

গাজা যুদ্ধের ক্ষোভ এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার জাতিসংঘের একজন শীর্ষস্থানীয় সাহায্য কর্মকর্তা 'আমাদের মৌলিক মানবতার কী পরিণত হয়েছে' তা নিয়ে প্রশ্ন তুলেছেন। জাতিসংঘ মানবিক বিষয়ক সমন্বয়ের অফিস (ওসিএইচএ)-এর ভারপ্রাপ্ত প্রধান জয়েস মসুয়া বলেছেন, 'আমরা ২৪ ঘণ্টার আগে পরিকল্পনা করতে পারি না। কারণ, আমাদের কাছে কী সরবরাহ থাকবে, কখন আমাদের কাছে সেগুলো থাকবে, তা জানার জন্য আমাদের রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে।' তথ্যসূত্র : এএফপি

নিরাপত্তা পরিষদে তিনি বলেন, 'গাজার বেসামরিক নাগরিকরা ক্ষুধার্ত। তারা তৃষ্ণার্ত। তারা অসুস্থ। তারা গৃহহীন। তাদের বাইরে ঠেলে দেওয়া হয়েছে। এ অবস্থা কি কোনো মানুষ সহ্য করতে পারে?'

সাহায্যকর্মীদের জন্য একটি কেন্দ্র হয়ে ওঠা দেইর আল-বালাহ এলাকায় নতুন ইসরাইলি উচ্ছেদ আদেশের কারণে সোমবার গাজার মধ্যে জাতিসংঘের সাহায্য ও সাহায্য কর্মীদের চলাচল বন্ধ করার পর মসুয়া এই মন্তব্য করেন।

মসুয়া বলেন, 'গত ১১ মাসে আমরা যা দেখেছি, তা আন্তর্জাতিক আইনি আদেশের প্রতি বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ছাড়া আর কিছু নয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে