শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আফগানদের দেশে ফেরত পাঠানো শুরু জার্মানির

যাযাদি ডেস্ক
  ৩১ আগস্ট ২০২৪, ০০:০০
আফগানদের দেশে ফেরত পাঠানো শুরু জার্মানির

জার্মানি জানিয়েছে, তারা বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত আফগান নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে। শুক্রবার থেকে এ

প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে মানবাধিকার

নিয়ে উদ্বেগের কারণে বার্লিন আফগানিস্তানে লোকজনকে ফেরত পাঠানো বন্ধ রেখেছিল।

কিন্তু এক সপ্তাহ আগে, জার্মানির একটি শহরে ছুরিকাঘাতের ঘটনায় এক আফগানের জড়িত থাকার অভিযোগ এবং এর আগে জুনে এক আফগানের ছুরিকাঘাতে এক পুলিশ নিহত হওয়ার ঘটনার পর জার্মান সরকার সেই আইন পরিবর্তন করেছে।

জার্মান সাময়িকী 'ডের স্পিগেল' জানিয়েছে, শুক্রবার সকালের দিকে লিপজিগ থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে গেছে। ওই ফ্লাইটে ২৮ অপরাধী আফগানকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। কাতার সরকারের মধ্যস্থতায় কয়েক মাসের গোপন আলোচনার পর জার্মান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কাতারের নাম উলেস্নখ না করে জার্মান সরকার এক বিবৃতিতে তাদের মূল আঞ্চলিক অংশীদারদের সমর্থন লাভের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছে এবং বলেছে, এ ধরনের আরও আফগানকে ফেরত পাঠানো নিয়ে কাজ চলছে। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে