রাশিয়ায় আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। সর্বশেষ এই হামলায় ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ার আর্টিলারি ডিপো ও তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। এ ছাড়া হামলার জেরে তেলের ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে বলেও জানা গেছে। তথ্যসূত্র : রয়টার্স
ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার বলেছে, তারা রাশিয়ার একটি আর্টিলারি ডিপো এবং দুটি তেল সঞ্চয় কেন্দ্রে আক্রমণ করেছে। এ হামলার ফলে বুধবার দক্ষিণ রোস্তভ অঞ্চলের অ্যাটলাস তেল ডিপোতে আগুন লেগে যায়। সামরিক বাহিনী আরও বলেছে, তারা রাশিয়ার কিরভ অঞ্চলে জেনিত তেল স্থাপনায়ও আক্রমণ করেছে। এটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। এ ছাড়া রাশিয়ান অঞ্চলের ভোরোনজে একটি ফিল্ড আর্টিলারি ডিপোতেও আক্রমণ করা হয়েছে বলে ইউক্রেনীয় সামরিক বাহিনী 'টেলিগ্রাম' অ্যাপে দেওয়া বার্তায় জানিয়েছে।
এদিকে, বুধবার রুশ কর্তৃপক্ষ বলেছে, ইউক্রেনীয় ড্রোনগুলোর কারণে রোস্তভের একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। তবে তারা সেখানে কোনো হতাহতের খবর জানায়নি। অন্যদিকে, কিরভের আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার সোকোলভ বলেছেন, কোতেলনিচ শহরে তেল পণ্যের একটি ডিপোতে ড্রোন হামলা হয়েছে। তবে হামলার কারণে সেখানে আগুন লাগেনি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেনের সীমান্তবর্তী ভোরোনজের গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেছেন, ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষের কারণে 'বিস্ফোরক বস্তুর কাছাকাছি' আগুন লেগেছে। কিন্তু সেসব বিস্ফোরক বস্তু বিস্ফোরিত হয়নি।
সম্প্রতি রাশিয়ার ওপর আক্রমণ বাড়িয়েছে ইউক্রেন। কিয়েভ বলেছে, মস্কোর যুদ্ধ প্রচেষ্টার মূলশক্তি, পরিবহণ এবং সামরিক অবকাঠামো ধ্বংস করাই তাদের হামলার লক্ষ্য। তবে উভয় পক্ষই চলমান এই যুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।
যুদ্ধ অবসানের পরিকল্পনা আমেরিকাকে
জানাবেন জেলেনস্কি
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত সংলাপের মাধ্যমে অবসান হতে পারে। তবে কিয়েভকে শক্ত অবস্থানে থাকতে হবে। আর তাই তিনি যুদ্ধ শেষের একটি পরিকল্পনা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দুই সম্ভাব্য উত্তরসূরির কাছে উপস্থাপন করবেন।
বুধবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে তিন সপ্তাহ ধরে চলা অভিযান মূলত ওই পরিকল্পনারই অংশ। তবে এর বাইরে অর্থনৈতিক ও কূটনৈতিক ফ্রন্ট নিয়েও তার পরিকল্পনা আছে। ২০২২ সালের ফেব্রম্নয়ারিতে শুরু হওয়া রুশ হামলা প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, 'এই পরিকল্পনার মূল পয়েন্ট হলো- রাশিয়াকে যুদ্ধ শেষ করতে বাধ্য করা। আর আমি খুব করে চাই, এটি ইউক্রেনের জন্য ন্যায্য হোক।'
জেলেনস্কি তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি। তবে বলেছেন, তিনি তার এই পরিকল্পনা নিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করবেন। সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে আমেরিকায় যাওয়ার আশা আছে জানিয়ে জেলেনস্কি বলেন, তিনি বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তুতি নিচ্ছেন।