আশ্রয়ের জায়গাও পাচ্ছেন না গাজার বাস্তুচু্যত বাসিন্দারা

প্রকাশ | ২৯ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ফিলিস্তিনের গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। তারা নতুন নতুন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে। এতে বাস্তুচু্যত বাসিন্দারা আশ্রয়ের জায়গাও পাচ্ছেন না। অনেকেই আশ্রয় নিয়েছেন সমুদ্রসৈকতে। কায়রোয় চলমান যুদ্ধবিরতির আলোচনায় সুনির্দিষ্ট ফল আসার সম্ভাবনা ক্ষীণ। যুদ্ধ শেষ হলে গাজা উপত্যকার ফিলাডেলফি ও নেতজারিম করিডরের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এ নিয়ে ইসরাইল ও হামাসের মধ্যে বিভক্তি রয়ে গেছে। কয়েক দিন ধরে গাজার বিভিন্ন এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে আসছে ইসরাইলি বাহিনী। প্রায় ১০ মাস ধরে চলা যুদ্ধে যা সবচেয়ে বেশি। এতে মানবিক ও নিরাপদ ঘোষিত অঞ্চল কমে যাওয়ায় ফিলিস্তিনিদের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ ও ত্রাণকাজে নিয়োজিত কর্মকর্তারা। ইসরাইলি বাহিনীর হামলার মুখে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস ও মধ্য গাজার দেইর আল-বালাহতে সবচেয়ে বেশি বাস্তুচু্যত ফিলিস্তিনি পরিবার অবস্থান করছে। তারা জানান, এখন তাদের সমুদ্রসৈকতের কাছে স্থাপিত তাঁবুতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।