যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রথম চীন সফরে গেছেন জ্যাক সালিভান। চীন তাকে স্বাগত জানিয়েছে। এ সফরে সালিভান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করবেন। চীন ও যুক্তরাষ্ট্র নিজেদের সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা চালানোর মধ্যে উভয় পক্ষে শীর্ষ পর্যায়ের এই বৈঠক হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চীন এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং যে এখনো অনেক গুরুত্বপূর্ণ সে আভাসই মিলছে এর মধ্য দিয়ে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র আমন্ত্রণে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালিভান ২৭-২৯ আগস্ট পর্যন্ত চীন সফর করবেন। এর মধ্য দিয়ে নতুন দফা চীন-মার্কিন কৌশলগত বিনিময় এগিয়ে যাবে। মঙ্গলবার বিকালে সালিভান চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এটি সালিভানের প্রথম চীন সফর।
এর আগে গত ১৬ মাসে সালিভানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র চারবার বৈঠক হয়েছে ভিয়েনা, মাল্টা, ওয়াশিংটন এবং ব্যাংককে।
সবশেষ দুজনের মধ্যে বৈঠক হয়েছিল জানুয়ারিতে। চীনের প্রেসিডেন্ট শি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে সম্পর্কের বরফ গলাতে একটি শীর্ষ বৈঠকের পর সালিভানের ওই বৈঠক হয়। তারপর এ সপ্তাহে সালিভান ও ওয়াং ই'র মধ্যে মঙ্গল এবং বুধবারের নির্ধারিত এ বৈঠকই বলে দিচ্ছে বাইডেন প্রশাসনের জন্য চীন এখনো কতটা গুরুত্ব রাখে। যদিও বাইডেন এখন তার প্রেসিডেন্সির মেয়াদের একেবারে শেষ সময়ে রয়েছেন।
চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নানা বিষয়ে মতবিরোধের পর সালিভান এবং ওয়াং ই দুজনই ঐক্যমত্যের পথ খোঁজার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন।