শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
ইরান

প্রকাশ্যে ২০ বছর বয়সি তরুণের ফাঁসি কার্যকর

যাযাদি ডেস্ক
  ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
প্রকাশ্যে ২০ বছর বয়সি তরুণের ফাঁসি কার্যকর

ইরানে ২০ বছর বয়সি এক তরুণের মৃতু্যদন্ড প্রকাশ্যে কার্যকর করা হয়েছে। দুই বছর আগে এক আইনজীবীকে হত্যার দায়ে সোমবার ওই তরুণের মৃতু্যদন্ড কার্যকর করা হয়।

দেশটির বিচার বিভাগের ওয়েবসাইট 'মিজান' জানিয়েছে, উত্তর সেমনান প্রদেশের শাহরৌদ শহরে সোমবার সকালে ইসলামি শরিয়া আইন অনুযায়ী ওই হত্যাকারীর ফাঁসি কার্যকর করা হয়।

ইরানের সরকারি বার্তা সংস্থা 'ইরনা' বলেছে, আদালতে ওই তরুণ স্বীকারোক্তি দিয়েছিলেন যে, এক আইনজীবীকে হত্যা করার জন্য তাকে ভাড়া করা হয়েছিল। তবে কে বা কারা তাকে ভাড়া করেছিল, সে ব্যাপারে বিস্তারিত কিছু

বলেননি তিনি।

দেশটিতে প্রকাশ্যে মৃতু্যদন্ড বেশ বিরল। দেশটিতে বেশিরভাগ মৃতু্যদন্ডই কারাগারের ভেতর

সম্পন্ন করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, চীন ছাড়া বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় ইরানে মৃতু্যদন্ড বেশি কার্যকর করা হয়। গত বুধবারেও ইরান এক প্রচারকের মৃতু্যদন্ড কার্যকর করেছে। ওই প্রচারকের বিরুদ্ধে তার এক সেবাগ্রহিতাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছিল।

তথ্যসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে