গাজায় ইসরাইলি হামলার কারণে সহায়তা বন্ধ জাতিসংঘের
প্রকাশ | ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ফিলিস্তিনের মধ্য গাজার দেইর আল-বালাহতে অভিযান চালাতে ট্যাংক নিয়ে অগ্রসর হচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এর আগে কাছাকাছি মাগাজি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেইর আল-বালাহ এলাকা খালি করতে ইসরাইল নির্দেশ দেওয়ার পর থেকেই গাজায় সোমবার থেকে সাহায্য কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে জাতিসংঘ। তথ্যসূত্র : আল-জাজিরা, এএফপি
নিউইয়র্কে সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, 'আজ (সোমবার) আমরা কার্যক্রম চালাচ্ছি না। আজকের এই সকালে গাজায় আমাদের কার্যক্রম চলছে না।' তিনি আরও বলেন, 'গাজায় জাতিসংঘের মানবিক কার্যক্রমে কখনো দেরি হয়েছে কিংবা বিরতি নেওয়া হয়েছে। জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, কিন্তু এখন আমরা বলছি না যে, কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস্তবতা হচ্ছে, আমরা কার্যক্রম চালাতে পারছি না।'
চলতি বছরের শুরুতে ইসরাইলি বাহিনী স্থল আক্রমণ শুরু করলে রাফাহ থেকে স্থানান্তরিত হয়ে এখান থেকে কার্যক্রম চালাত জাতিসংঘ। অবশ্য, কার্যক্রম স্থগিতের এই ব্যবস্থাকে অস্থায়ী বলেছেন ওই কর্মকর্তা।
এদিকে, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৪৩৫ জনে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লাগাতার এই হামলায় আরও অন্তত ৯৩ হাজার ৫৩৪ জন ব্যক্তিও আহত হয়েছেন।
অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পশ্চিম তীরের তুলকারম শহরের কাছে নুর শামস শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।