ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান 'আল-আকসা' মসজিদ প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় নির্মাণের ইচ্ছার কথা জানিয়েছেন ইসরাইলের একজন অতি-কট্টরপন্থি মন্ত্রী। ওই মন্ত্রীর নাম ইতামার বেন-গভির। ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার এ বক্তব্যকে কেন্দ্র করে সৌদি আরব, কাতার, জর্ডানসহ অন্য মুসলমান দেশগুলোয় নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে প্রশ্ন উঠছে ইসরাইলি সরকারের নীতিমালা নিয়েও। তথ্যসূত্র : আল-জাজিরা, এএফপি
সোমবার (২৬ আগস্ট) 'আর্মি রেডিও'কে দেওয়া সাক্ষাৎকারে বেন গভির বলেন, 'সম্ভব হলে আমি পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে একটি সিনাগগ, অর্থাৎ ইহুদি উপাসনালয় তৈরি করব। আমার চাওয়া অনুযায়ী যদি আমি কিছু করতে পারতাম, তাহলে আমি ওই জায়গায় একটি ইসরাইলি পতাকাও লাগাতাম।' আল-আকসাকে ইহুদিরা তাদের 'টেম্পল মাউন্ট' বা 'সবচেয়ে পবিত্র স্থান' হিসেবে দাবি করে।
২০২২ সালে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত ছয়বার ওই বিরোধপূর্ণ জায়গাটি পরিদর্শন করেছেন বেন গভির। এ নিয়ে তিনি তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন। তিনি মনে করেন, মসজিদটিতে ইহুদিদের প্রার্থনা করার অনুমতি দেওয়া উচিত।