রেললাইনে ঘুম, ট্রেন থামিয়ে ঘুম ভাঙালেন চালক!

প্রকাশ | ২৭ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
দিন-দুপুরে রেললাইনে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি। সেই ঘুম এমনই যে, ট্রেনের হর্নও ব্যর্থ হয় তার ঘুম ভাঙাতে। শেষ পর্যন্ত 'ইমার্জেন্সি ব্রেক' করে ট্রেন থামিয়ে ওই ব্যক্তির ঘুম ভাঙালেন ট্রেনের চালক। বিস্ময়কর এ ঘটনা ঘটেছে রোববার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের এলাহাবাদে। রেললাইনে শুয়ে এক ব্যক্তির এমন ঘুমানোর একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রেললাইনের একদিকে মাথা অন্যদিকে পা মেলে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন এক ব্যক্তি। রোদ থেকে বাঁচতে মাথা আড়াল করে রেখেছেন ছাতা দিয়ে। কয়েক হাত দূরে দাঁড়িয়ে ট্রেন। ভিডিওতে আরও দেখা যায়, ট্রেন চালক ট্রেন থেকে নেমে গিয়ে ওই ব্যক্তির ঘুম ভাঙাচ্ছেন। ঘুম থেকে ডেকে তুলে রেললাইন থেকে ওই ব্যক্তিকে সরিয়ে দেওয়ার পর ট্রেনটি চলে যায়। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে ভাইরাল। ভিডিওর কমেন্টে বক্সে নেটিজেনদের অনেকে দায়িত্বজ্ঞানহীন ওই ব্যক্তির কঠোর শাস্তি দাবি তুলেছেন। আবার অনেকে ট্রেন চালকের প্রশংসা করে রসিকতার সুরে লিখেছেন, 'আপনাকে যমরাজ কখনো ক্ষমা করবেন না।' এক নেট নাগরিক আবার ওই ব্যক্তির ঘুম এবং সাহসের প্রশংসা করে লিখেছেন, 'কলিজায় জোর না থাকলে এভাবে কেউ রেললাইনকে নিজের বাড়ির বিছানা ভাবতে পারে!' তথ্যসূত্র : দ্য ওয়াল