পাকিস্তান

বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা :নিহত ৩৯

প্রকাশ | ২৭ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশজুড়ে পুলিশ স্টেশন, রেলওয়ে লাইন ও মহাসড়কের গাড়িতে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন। কয়েক বছরের মধ্যে এটিই জাতিগত বিদ্রোহীদের চালানো সবচেয়ে ব্যাপক পরিসরের হামলা। তথ্যসূত্র : ডন এর মধ্যে সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটেছে বড় মহাসড়কগুলোর বাস থেকে শুরু করে মালবাহী ট্রাকগুলোতে। এসব হামলায় ২৩ জন নিহত হয়েছেন এবং ১০টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পাকিস্তান ও ইরানের মধ্যকার রেললাইন, প্রাদেশিক রাজধানী কোয়েটার সঙ্গের একটি সংযোগ সেতুও বোমা হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তা মুহাম্মদ কাশিফ। কোয়েটার সঙ্গে রেলওয়ে ট্রাফিক বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। পুলিশ বলছে, রেলওয়ে সেতুতে হামলাস্থলের কাছ থেকে তারা ছয়টি মৃতদেহ পেয়েছেন। তবে সেগুলো চিহ্নিত করা যায়নি। আর রোববার রাতে বিভিন্ন জায়গায় পুলিশ ও নিরাপত্তা ফাঁড়িগুলোতে হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। রেডিও পাকিস্তান বলছে, নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই হামলার পাল্টা জবাব দিয়েছে। এতে ১২ জন জঙ্গি নিষ্ক্রিয় হয়েছে। সব জঙ্গিকে নির্মূল না করা পর্যন্ত এ অভিযান চলবে। সাংবাদিকদের কাছে দেওয়া এক বিবৃতিতে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। এতে আরও অনেক জায়গায় হামলারও দায় স্বীকার করা হয়, যার মধ্যে আছে একটি প্যারামিলিটারি ঘাঁটি। যদিও পাকিস্তান কর্তৃপক্ষ এই হামলার বিষয়টি এখনো নিশ্চিত করে জানায়নি। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বেশ কয়েকটি বেলুচ জাতীয়তাবাদী বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে। বেলুচিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করছে বেলুচ বিদ্রোহীরা। গত কয়েক বছরে একই ধরনের হামলা হয়েছে। গত বছরের অক্টোবরে, অজ্ঞাত বন্দুকধারীরা বেলুচিস্তানের কেচ জেলার তুরবাতে পাঞ্জাবের ছয় শ্রমিককে গুলি করে হত্যা করে। পুলিশ জানায়, টার্গেট করেই এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। নিহতরা সবাই দক্ষিণ পাঞ্জাবের বিভিন্ন এলাকার বাসিন্দা। মূলত তাদের জাতিগত পরিচয়ের কারণে বেছে বেছে হত্যা করা হয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন। এই ন্যক্কারজনক ঘটনায় মূল্যবান প্রাণহানি হওয়ায় শোক ও দুঃখ প্রকাশ করে তারা নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।