শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ব্রাজিলের আখ ক্ষেতগুলোতে দাবানল ছড়িয়ে পড়েছে

যাযাদি ডেস্ক
  ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
ব্রাজিলের আখ ক্ষেতগুলোতে দাবানল ছড়িয়ে পড়েছে

ব্রাজিলে উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়ার মধ্যে সাও পাওলো রাজ্যের আখ ক্ষেতগুলোতে দাবানল ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ওই অঞ্চলের ৩৬টি শহরে 'উচ্চ সতর্কাবস্থা' জারি করেছে রাজ্য কর্তৃপক্ষ। শনিবার আখ ক্ষেতগুলোতে দাবানল ছড়িয়ে পড়ার পর দ্রম্নতই আশপাশের শহরগুলোয় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে খোলা মাঠে সব ধরনের খেলাধুলা নিষিদ্ধ করেছেন কর্মকর্তারা। তথ্যসূত্র : রয়টার্স

এই নিষেধাজ্ঞার কারণে সাও পাওলোর পশ্চিমাঞ্চলীয় শহর হিবেইরো প্রেতোতে ব্রাজিলীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ বাতিল করা হয়েছে।

ধোঁয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় রাজ্যের কয়েকটি মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোয় ক্ষেতের মধ্যে প্রবল তাপে ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃতু্য হওয়া গবাদিপশুর মৃতদেহ দেখানো হয়েছে।

সাও পাওলো রাজ্য সরকার বলেছে, শুষ্ক মৌসুমে মাঠ শুকিয়ে যাওয়া এবং তাপমাত্রা বেশি থাকায় দাবালন ছড়িয়ে পড়েছে। দাবানলের কারণে ৩৬টি শহরে 'উচ্চ সতর্কাবস্থা' জারি করা হয়েছে।

বিশ্বের অন্যতম বৃহত্তম চিনি, জ্বালানি ও ইথানল উৎপাদনকারী প্রতিষ্ঠান 'রাইজেন' জানিয়েছে, আখ ক্ষেতে দাবানল ছড়িয়ে পড়ার কারণে বৃহস্পতিবার থেকে সেরতাওজিনোতে তাদের একটি কারখানার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে