ইয়েমেন অভিবাসী নৌকা ডুবে ১৩ জন নিহত

প্রকাশ | ২৬ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ইয়েমেনের কাছে একটি অভিবাসী নৌকা ডুবে কমপক্ষে ১৩ জন মারা গেছেন। এ ছাড়া ১৪ জন নিখোঁজ হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে। গত ২০ আগস্ট ইয়েমেনের তাইজ গভর্নরেটের উপকূলে একটি অভিবাসী নৌকা ডুবে মর্মান্তিক এই ঘটনা ঘটে। রোববার (২৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে আইওএম। জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, নৌকাটি ২৫ ইথিওপিয়ান অভিবাসী এবং দুই ইয়েমেনি নাগরিককে নিয়ে জিবুতি থেকে রওনা হয়েছিল। ইয়েমেনি ক্যাপ্টেন ও তার সহকারীসহ নিখোঁজদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইওএম। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও দুই নারী রয়েছেন। নৌকাডুবির কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে গত জুলাই মাসে ইয়েমেনের তাইজ উপকূলে ৪৫ অভিবাসী নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় মাত্র চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তার আগে গত জুন মাসে সোমালিয়া থেকে আসা ২৬০ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৪৯ জন অভিবাসী মারা যান এবং ১৪০ জন নিখোঁজ হন। আইওএম জানিয়েছে, হাজার হাজার অভিবাসী প্রতি বছর 'হর্ন অব আফ্রিকা'র (ইরিত্রিয়া, সোমালিয়া, ইথিওপিয়া) দেশগুলো থেকে লোহিত সাগরের পথ ধরে উপসাগরীয় দেশগুলোয় পৌঁছানোর চেষ্টা করেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা একে 'বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসী রুটগুলোর একটি' বলে মনে করে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত বছর হর্ন অব আফ্রিকা থেকে ৯৭ হাজার অভিবাসী ইয়েমেনে এসেছেন। যে অভিবাসী ইয়েমেনে পৌঁছান, তারা প্রায়ই নিরাপত্তা ঝুঁকিতে পড়েন, কারণ আরব উপদ্বীপের দরিদ্রতম দেশটি প্রায় এক দশক ধরে গৃহযুদ্ধে নিমজ্জিত। তথ্যসূত্র : আরব নিউজ