বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

তালেবানের কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করল আমিরাত

যাযাদি ডেস্ক
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
তালেবানের কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করল আমিরাত

আফগানিস্তানে ক্ষমতা দখলের পর এখন পর্যন্ত কেবল চীন আফগান তালেবান রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। আর কোনো দেশের সরকার আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দেয়নি। তবে প্রায় তিন বছর পর এবার তালেবান-নিযুক্ত এক কূটনীতিককে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত। তথ্যসূত্র : রয়টার্স

তালেবান-পরিচালিত পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মৌলভি বদরুদ্দীন হাক্কানি আফগান রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিষয়ক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারির কাছে তার পরিচয়পত্র জমা দিয়েছেন।

নবনিযুক্ত আফগান রাষ্ট্রদূত শিগগিরই একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আমিরের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করবেন বলেও বিবৃতিতে উলেস্নখ করা হয়।

আবুধাবিতে আফগানিস্তানের দূতাবাস এবং দুবাইয়ের আফগান কনসু্যলেট অন্তত গত বছর থেকে তালেবান কূটনীতিকরা কাজ করছেন। তবে এতদিন আফগান কুটনীতিক হিসেবে তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ছিল না। দেরিতে হলেও রাষ্ট্রদূত গ্রহণের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের একরকম স্বীকৃতিই পেল তালেবান সরকার।

শুধু এবার নয়, এর আগের তালেবান সরকারকে যে তিন দেশ স্বীকৃতি দিয়েছিল তার মধ্যে ছিল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে