বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

ইসরাইলগামী জাহাজে হুতি হামলার ফুটেজ প্রকাশ

যাযাদি ডেস্ক
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
ইসরাইলগামী জাহাজে হুতি হামলার ফুটেজ প্রকাশ

ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি তেল ট্যাংকার লক্ষ্য করে সাম্প্রতিক ইসরাইলবিরোধী অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে। পাশাপাশি শিপিং কোম্পানিগুলোকে ইয়েমেনি বাহিনীর নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছে। তথ্যসূত্র : রয়টার্স

শুক্রবার প্রকাশিত ওই ফুটেজে গ্রিসের পতাকাবাহী একটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটতে দেখা যাচ্ছে। ট্যাংকারটিতে চলতি সপ্তাহের শুরুতে হামলা করা হয়।

ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে ২১ আগস্ট দেশটির হুতি বিদ্রোহীর ছোড়া বিস্ফোরকে দুটি জাহাজে আগুন ধরে যায়।

হুতি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, 'আমাদের বাহিনী গ্রিক জাহাজ সুনিয়নকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মালিক ইসরাইলি।'

ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য জাহাজ কোম্পানিগুলোকে সতর্কতা পুনর্ব্যক্ত করেছে এবং পরে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে গুরুতর ও ধ্বংসাত্মক পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

হুতির বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল যতক্ষণ ফিলিস্তিনের ভ্রাতিপ্রতীম জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রাখবে, ততক্ষণ ইসরাইল অভিমুখী মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে শত্রম্ন হিসেবে বিবেচনা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে