ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেন সফরে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করলেন। শুক্রবার মোদি কিয়েভে পৌঁছার পর দুই নেতা উষ্ণ আলিঙ্গন ও করমর্দন করেন। তথ্যসূত্র : এনডিটিভি
মোদি পোল্যান্ড থেকে প্রায় ১০ ঘণ্টার ট্রেন যাত্রা শেষে 'রেল ফোর্স ওয়ান' ট্রেনে কিয়েভে পৌঁছান। এটি তার দুই-দেশীয় সফরের দ্বিতীয় ও চূড়ান্ত পর্যায়।
রাশিয়ার সফরের প্রায় ছয় সপ্তাহ পর ইউক্রেন সফর করছেন মোদি। মস্কো সফরে রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের সঙ্গে তিনি আলোচনা করেন। সেই আলোচনার প্রধান বিষয় ছিল রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান।
গত জুন মাসে ইতালির আপুলিয়ায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের সময় জেলেনস্কির সঙ্গে দেখা করেছিলেন মোদি। সেই বৈঠকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে জানান, সংকটের শান্তিপূর্ণ সমাধানে ভারত নিজের ক্ষমতার মধ্যে সবকিছু করবে এবং শান্তির পথ 'সংলাপ ও কূটনীতির' মাধ্যমেই অর্জন করা সম্ভব। তিনি আরও বলেন, ইউক্রেন সংকটের সমাধানে 'মনুষ্যকেন্দ্রিক' দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে। ওই বৈঠকেই জেলেনস্কি মোদিকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানান। এর আগে বৃহস্পতিবার, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে বৈঠক করেন মোদি।